আজ খবর ডেস্ক- ৮৫ হাজার মানুষের উপস্থিতিতে উত্তরপ্রদেশের ( Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে আরেকবার শপথ নিচ্ছেন যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath)। বস্তুত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে গোটা দেশের নজর ছিল বিজেপি শাসিত উত্তরপ্রদেশের দিকে। কৃষক বিক্ষোভ থেকে দলিত নির্যাতন, উন্নাও (Unnao) থেকে লখিমপুর খেড়ি ( Lakhimpur Kheri), যাবতীয় বিতর্ক হেলায় উড়িয়ে ফের এই রাজ্য নিজেদের দখলে রেখেছে বিজেপি।

তাই জাকজমকের শপথ গ্রহণ হবে, এহেন প্রত্যাশা ছিল আমজনতার মধ্যে। দেখা গেল, তাতে মোটেও কার্পণ্য করছে না গেরুয়া শিবির। বৃহস্পতিবার রাতের মধ্যেই দেশের ৫০ জন বিশিষ্ট শিল্পপতির কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। শুক্রবার সকাল থেকেই জমজমাট লখনৌ এর অটল বিহারী বাজপেয়ি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম Atal Bihari Bajpayee stadium)। রাজনীতিক বাদে, শিল্পপতি, বুদ্ধিজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ধর্মগুরু বা অভিনেতা বাদ পড়েননি কেউই।

প্রধান অতিথি নরেন্দ্র মোদি (Narendra Modi)। আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর নীতিন গডকরি ( Nitin Gadkari), কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ( Rajnath Singh), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ( JP Nadda)সহ প্রথম সারির নেতৃত্ব।

বিকেল ৪টের সময় শুরু হবে অনুষ্ঠান। থাকার কথা মুকেশ আম্বানি ( Mukesh Ambani), গৌতম আদানি (Gautam Adani), আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra), কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla), কুশাগ্র বাজাজ ( Kushagra Bajaj) সহ দেশের প্রথম সারির প্রায় সব শিল্পপতিরাই।

থাকছেন অক্ষয় কুমার ( Akshay Kumar), কঙ্গনা রানাওয়াত ( Kangana Ranawat), বনি কাপুর (Bonny Kapoor), বিতর্কিত ছবি দ্য কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) গোটা টিম।
থাকছেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আসামের হিমন্ত বিশ্বশর্মা, হরিয়ানার এমএল খট্টর, বিহারের নিতিশ কুমার, সিকিমের প্রেম সিং তামাং প্রমুখ।

যোগগুরু রামদেব ছাড়াও থাকছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের শীর্ষ সদস্যরা এবং আরএসএস এর বেশ কয়েকজন শীর্ষ কর্তা। এক কথায় বলা যেতে পারে, অনতি অতীতে এ ধরণের জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেনি দেশ। বস্তুত গেরুয়া শিবিরের অন্দরে ইতিমধ্যেই প্রচলিত জল্পনা, ২০২৪ লোকসভা নির্বাচনে মোদি-শাহ এর পরেই গুরুত্ব দেওয়া হবে যোগী আদিত্যনাথ কে। দেশজুড়ে প্রচারে অন্যতম প্রধান ভূমিকা নেবেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, কট্টর হিন্দুত্বের পথ থেকে সরে এসে উদারবাদের পথে হাঁটতে মোটেও রাজি নয় বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *