আজ খবর ডেস্ক- SSC-CBI এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আজ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন তিনি। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর আজকের মত স্থগিতাদেশ দিল ওই ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে আগামীকাল শুনানি হবে এই মামলার। অতএব, এসএসসি-দুর্নীতি মামলায় আজকের মতো পার্থ চট্টোপাধ্যায়ের স্বস্তি। SSC-CBI

এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, “কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে সিবিআই।” পার্থর হাজিরার নির্দেশের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানান ‘ কান টেনে মাথা ধরার দরকার ছিল’।

পাশাপাশি বিরোধী দলনতা শুভেন্দু বলেন, ‘‘এটা একটা বড় ধরনের জালিয়াতি। সিবিআই এই দুর্নীতির তদন্তের দায়িত্ব নিয়েছে এবং আদালত এই দুর্নীতির বিরুদ্ধে। তাই প্রত্যেকটা মানুষের সমর্থন থাকা উচিত এই তদন্তে। এদের কারণে শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির আশায় শহিদ মিনারের নীচে বসে আছেন, মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে বসে আছেন, বাড়িতে বসে চোখের জল ফেলছেন। ওমপ্রকাশ চৌটালার সঙ্গে একসঙ্গে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *