আজ খবর ডেস্ক: জ্বলছে দক্ষিণবঙ্গ। বৈশাখের প্রখর দহনে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী । এই পরিস্থিতিতে সকলেই যেন চাতক প্রায়!


বৃষ্টির জন্যে অপেক্ষা করে আছে রাজ্যের দক্ষিণ প্রান্তের জেলাগুলো। সকলের মনে একটাই প্রশ্ন, কবে এই অসহ্য গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে?


এর মধ্যেই একটু আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভবনা আছে ।
তবে আপাতত কলকাতাবাসী সে আনন্দ থেকে বঞ্চিতই থাকবেন । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে।

কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম । সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত(Humidity) অস্বস্তি বাড়তে থাকবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভবনা।
তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বুধবারের পর থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *