আজ খবর ডেস্ক- করোনা আবহে যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে ১৬ টি দূরপাল্লার ট্রেন পরিষেবা স্থায়ী ভাবে বন্ধ করে দিল ভারতীয় রেল। এই তালিকায় থাকা ট্রেনগুলি মূলত বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রুটের।

অনুভব চক্রবর্তী নামের এক ব্যক্তির দ্বারা দায়ের করা আর.টি.আই এর জবাবে দক্ষিণ – পূর্ব রেলের তরফ থেকে একথা জানানো হয়। জানানো হয়েছে এই তালিকায় নাম রয়েছে রাঁচি – পাটনা এ.সি এক্সপ্রেসের। ট্রেনটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে বিহারের রাজধানী পাটনা হয়ে কোডেরমা, হাজারীবাগ শহর এবং বরকাকানা পর্যন্ত যায়।

বাতিল ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো :

18633 রাঁচি-পাটনা এসি এক্সপ্রেস

18634 পাটনা-রাঁচি এসি এক্সপ্রেস

12865 হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস

12866 পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

2875 খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রে

22875 খড়গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস

22876 পুরুলিয়া-খড়গপুর ইন্টারসিটি এক্সপ্রেস

22886 টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদয় এক্সপ্রেস

22885 লোকমান্য তিলক-টাটা অন্ত্যোদয় এক্সপ্রেস

22861 শালিমার – আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস

22862 আদ্রা – শালিমার রাজ্যরানি এক্সপ্রেস

18113 টাটা-রাঁচি ইন্টারসিটি

18114 রাঁচি-টাটা ইন্টারসিটি

22821 ঝাড়গ্রাম – পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস

22822 পুরুলিয়া – ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস

68643 খড়গপুর-হিজলি ইএমইউ যাত্রী

68644 হিজলি-খড়গপুর ইএমইউ প্যাসেঞ্জার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *