আজ খবর ডেস্ক: বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে বলিউড বনাম দক্ষিণ হাওয়া। একদিকে, বলিউডের ছবিগুলি বক্স অফিসে শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে দক্ষিণের ছবির ক্রেজ অব্যাহত রয়েছে। RRR, KGF-2 এর পর এখন কমল হাসানের সর্বশেষ ছবি “বিক্রম”ও (Vikram) মুক্তির আগে হিট করেছে।

ছবিটি মুক্তির আগে ২০৪ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটির মোট বাজেট মাত্র ১৫০ কোটি টাকা। ছবিটি ৫৪ কোটি টাকার বেশি লাভ করেছে ইতিমধ্যেই। ট্রেড সূত্রে খবর, এটাই কমলের ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা রিলিজের আগেই এত ব্যবসা করেছে। বিক্রমের ছবিটি পরিচালনা করেছিলেন লোকেশ কঙ্গারাজ। দক্ষিণের সিনেমাগুলোর অগ্রিম বুকিং কোটি ছাড়াচ্ছে। একই ধারা অব্যাহত রেখেছে বিক্রমও।

কমল হাসান অভিনীত বিক্রম, ৩রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। চার বছর পর কমল অভিনীত ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ছবিটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি (Vijay Setupathi), ফাহাদ ফাজিল, নারিন, চেম্বান বিনোদ এবং কালিদাস জয়রাম। ছবিটির প্রযোজক রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল। সাপোর্টিং কাস্টের মধ্যে রয়েছে হরিশ উথামান এবং অর্জুন দাস। সুরাইয়া (Suriya) একটি ক্যামিও চরিত্রে উপস্থিত হয়েছেন।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা (Ramesh Bala) টুইটারে জানিয়েছেন, অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম’ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ২০০ কোটি টাকার বেশি। বিশ্বব্যাপী সব ভাষার ভার্সন মিলিয়ে এ হিসাব। তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘বিক্রম’।

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। তিনি ইতিমধ্যেই ছবির উদ্যমী গান দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। কমল হাসান কয়েক দিন আগেই রজনীকান্তের সাথে দেখা করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *