আজ খবর ডেস্ক: সাধারণত বেড়ানোর কোনও কারণ লাগে না। মন ভাল অথবা খারাপ, সঙ্গী সহ অথবা একাকী, জল-জঙ্গল-পাহাড়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।


গত ৫ই জুন ছিল “বিশ্ব পরিবেশ দিবস”(World Environment Day)। চলতি বছরে এই দিনটিকে কেন্দ্র করে WLO ES GLOBAL এর টুরিজম ডিপার্টমেন্ট photour এর উদ্যোগে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ।

ভ্রমণের সঙ্গে ছবি আঁকা ও ছবি তোলা। এভাবেই পর্যটন কে এক অন্য আঙ্গিকে তুলে ধরার চেষ্টা।
এই বছরের গন্তব্য ছিল সিকিম।


আর সিকিম মানেই মেঘ, কুয়াশা, পাহাড়, ছড়িয়ে থাকা বৌদ্ধ মঠ(Monastery)।
অপূর্ব প্রাকৃতিক শোভা! ফলে ছবি তোলা এবং ছবি আঁকার জন্য প্রকৃতি প্রেমীদের কাছে সুবর্ণ সুযোগ।
এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন বানীব্রত কারার ও তাঁর টিম | “সুজাতার পাঠাশালা”র ছবি আঁকিয়েরাও সঙ্গে ছিলেন। গোটা অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে ছিলেন WLO ES GLOBAL এর কর্ণধার অভিষেক ভট্টাচার্য।

বাংলা থেকে যাওয়া টিমের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন পেলিং সিনিয়র সেকেন্ডারী স্কুলের ছাত্রছাত্রীরা।
পেলিং টুরিজম ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারায়ণ ছাড়াও ওয়ার্কশপে এসেছিলেন স্থানীয় নাগরিকদের একাংশ। অ্যাটারেক্সিয়া পর্ব ১ যা এই ওয়ার্কশপের নাম , তাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন সকলেই।


ঘরে মন টেঁকে না যখন, তখন বেরিয়ে পড়ি আমরা অনেকেই। তবে বেড়াতে গিয়ে অন্যরকম, ক্রিয়েটিভ কিছু কাজ করার মজাই আলাদা। বলছেন, মনোবিদদের একাংশ। তাই পর্যটনের এই নতুন ভাবনা ক্রমশ আকৃষ্ট করছে বহু মানুষকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *