আজ খবর ডেস্ক- সুখবর এল ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য। আর সেই সুখবর শোনালো সিঙ্গাপুর। এই তিন দেশ থেকে পর্যটকরা এবার যেতে পারবেন সিঙ্গাপুরে তার জন্য খুলে দেওয়া হল রাস্তা।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের চোদ্দ দিনের ট্রাভেল হিস্ট্রি থাকলে তবেই তারা সিঙ্গাপুরে আসতে পারবেন। করোনা আবহে পৃথিবীজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত ব্যবস্থা এবং দীর্ঘদিন বন্ধ থাকার পরে তা ধীরে ধীরে খুলতে শুরু করেছে।

ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের তরফ থেকে কোনও পর্যটককে সেই দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল না। তবে করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হতেই নতুন করে এই ছাড়পত্র দিয়েছে সিঙ্গাপুর সরকার।

সিঙ্গাপুর সরকারের তরফ থেকে এই দেশের নাগরিকদের, দেশে ঢোকার অনুমতি দিলেও জারি করা হয়েছে আর একটি বিজ্ঞপ্তি। যেখানে স্পষ্ট করে লেখা আছে প্রথম দশ দিন তাঁদেরকে নিভৃতবাসে থাকতে হবে।

সম্প্রতি সিঙ্গাপুরে প্রতিদিন তিন হাজারেরও বেশি কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে, শুক্রবার দেশে ৩৬৩৭টি রোগী বৃদ্ধি দেখা গেছে। ফলে এই অবস্থায় যথেষ্ট সাবধানতার সঙ্গে পর্যটক আগমনে চেষ্টা চালাচ্ছে সেই দেশের সরকার। পরে সিঙ্গাপুর সরকারের তরফে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরশাহীর ক্ষেত্রেও নিভৃতবাসের বিজ্ঞপ্তি জারি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *