ছবি সৌজন্যে কুণাল ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি সৌজন্যে কুণাল ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট

আজ খবর ডেস্ক- পরবর্তী পাখির চোখ ত্রিপুরা। একাধিকবার রাজ্যের বিভিন্ন নেতৃত্ব ওই রাজ্যে গিয়ে সরেজমিনে মেপে এসেছেন রাজনীতির জমি। এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না। এই নিয়ে অশান্তি আর হিংসা লেগেই আছে।

তৃণমূল নেতা মামুন খানকে মারধরের অভিযোগে তীব্র নিন্দা করে তৃণমূল। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের তরফে জানানো হয়, তাঁর অবস্থা ভালো নয়, ডায়লেসিস করাতে হবে মামুনকে। হাসপাতালে তাঁকে দেখতে যান কুণাল ঘোষ। তাঁকে দেখে এসে তিনি বলেন, বিজেপি অত্যাচার শুরু করেছে কারণ তারা ভয় পাচ্ছে। ত্রিপুরায় মানুষ তৃণমূলকে জয় যুক্ত করবে। এই বিষয়ে যথেষ্ঠ আশাবাদী জোড়া ফুল শিবির।

পাশাপাশি তৃণমূলের তরফে দাবি, ত্রিপুরায় বিকল্প তৃণমূল, তাই তারাই সরকার গঠন করবে। অন্যদিকে এই হামলার ঘটনার পর মামুন খানকে নিয়ে কলকাতা ফিরে আসেন মলয় ঘটক এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এছাড়াও আরও ছয় জন আক্রান্ত হয় এই ঘটনায়। তৃণমূল নেত্রী সুস্মিতাকেও মারধর করা হয়, এই বিষয়ে ত্রিপুরার ডিজি- র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়, আসন্ন পুরনির্বাচন সেমি ফাইনাল, তবে লক্ষ্য ২০২৩ এর ত্রিপুরায় সরকার গঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *