আজ খবর ডেস্ক:
বছর খানেক ধরেই তোড়জোড় চলছিল। চলছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে সদস্য সংগ্রহের কাজ। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (AAP) নতুন দপ্তর উদ্বোধন। রবিবার, মহালয়ার দিন দক্ষিণ কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন আপে’র নতুন অফিসের।


বিজেপি (BJP) বিরোধীদল হয়েও দেশের দুটি রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে আম আদমি পার্টি। একটি দিল্লি আর দ্বিতীয়টি পাঞ্জাব (Punjab)। এবার বাংলায় সংগঠন গড়ে তোলার ভাবনা শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে দক্ষিণ কলকাতায় স্থায়ী রাজ্য দপ্তর (State Office of AAP) খুলতে চলেছে আম আদমি পার্টি। রবিবার দপ্তরের উদ্বোধন করবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত আপের কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু। রুবি মোড়ের কাছে হালতুর হাসপাতাল রোড ইস্টে হবে আপের রাজ্য দপ্তর।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দুর্গাপুর, মেদিনীপুর, কোচবিহারে দলের স্থায়ী পার্টি অফিস হয়েছে। এবার কলকাতায় হতে চলেছে আপের দপ্তর।
বস্তুত, প্রথমবার দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসকে (Congress) হারিয়ে দেশ জুড়েই সাড়া ফেলেছিল আপ। কিন্তু পরে তা খানিকটা হলেও ঝিমিয়ে যায়। তবে দ্বিতীয়বারও দিল্লি নিজের দখলেই রেখেছে আপ। সম্প্রতি পাঞ্জাব দখলের পরে নতুন করে যেন অক্সিজেন পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সংগঠন বাড়াতে এবার বাংলাকে নজরে রাখার কথা আগেই ঘোষণা করা হয়েছিল আপের পক্ষ থেকে।
সদস্য সংগ্রহ অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার একাধিক ইস্যুতে কলকাতায় সাংবাদিক সম্মেলন করেছে আপ নেতৃত্ব।
তবে আপাতত জানা গিয়েছে, ২০২৩ গুজরাট (Gujrat) বিধানসভা নির্বাচনকেই টার্গেট করেছে আপ।

বাংলায় আগে কেজরিওয়ালের দল নিজেদের অ্যাজেন্ডা গুজরাটে তুলে ধরতে চায়। এই বিষয়ে বঙ্গের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু জানান, ‘বাংলায় বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ তাঁদের সঙ্গে কাজ করতে চাইছেন। কলকাতায় স্থায়ী ঠিকানা না হওয়ার দরুণ সেটা সম্ভব হচ্ছিল না। তাই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দপ্তর করার ছাড়পত্র দেয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে অনেক সময় রয়েছে। গুজরাতের নির্বাচনে সাফল্য মেলার পরে বাংলা সহ অন্যান্য রাজ্যের সংগঠন নিয়ে পরিকল্পনা হবে।


আপ নেতা সঞ্জয় বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার দলীয় দপ্তর উদ্বোধন করা হবে। আপ নেতৃত্ব সূত্রে খবর, প্রথমে জেলায় জেলায় সাংগঠনিক শক্তি বাড়ানো হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় সংগঠন শক্তিশালী হয়েছে। অনেক দিন ধরেই ভাল জায়গার খোঁজ চলছিল। শেষ পর্যন্ত রাজ্যে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা নয়া দপ্তরের ঠিকানা চূড়ান্ত করেছেন। এতদিন রাজ্য দপ্তর না থাকলেও এ বার শহর কলকাতায় আপের সদর দপ্তর হল।

কেজরি’র দল মনে করছে, গুজরাত বিধানসভা নির্বাচনে জেতার মত জায়গায় রয়েছে তাঁরা। গুজরাটের ভোট মেটার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল কলকাতায় আসবেন ।
এ রাজ্যের আপ নেতৃত্বের দাবি, বাংলায় বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ তাঁদের সঙ্গে কাজ করতে আগ্রহী।


এখনও উল্লেখযোগ্য সংগঠন তৈরি না হলেও বাংলা (West Bengal) নিয়ে গত কয়েক মাস ধরেই তৎপর আপ নেতৃত্ব। বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা ফোন নম্বর তৈরি হয়েছে। সেখানে আসা “মিস্‌ড কল” দেখে যোগাযোগ করা হয় আপে যোগদানে আগ্রহীদের সঙ্গে। প্রসঙ্গত, অতীতে এভাবেই “মিসড কল” অভিযান দিয়ে বাংলায় সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছিল বিজেপিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *