আজ খবর ডেস্ক:
Dona Ganguly ম্যালেরিয়া ছিলই। পুজোর আগে থেকেই রাজ্যে করোনাগ্রাফও (Corona) ছিল ঊর্ধ্বমুখী। এমনকী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) আশঙ্কা প্রকাশ করেছিলেন ডেঙ্গুর (Dengue) বাড়বাড়ন্ত নিয়েও। এবার শহরে পা রাখল চিকুনগুনিয়া (Chikungunya)।


আক্রান্ত হলেন সৌরভ (Sourav Ganguly) পত্নী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নবমীর রাতে ডোনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সৌরভ। পুজোর মধ্যে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পাড়ায় পাড়ায় কলকাতা পুরসভার তরফে বিশেষ ডেঙ্গু কিয়স্ক ও চালু হয়েছে। এর মধ্যেই উঠে এল ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর।

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন ডোনা। তাঁর শরীরে র‌্যাশ বেরিয়েছিল। এর পরই চিকিৎসকের পরামর্শ মেনে রক্ত পরীক্ষা করার পরে চিকুনগুনিয়া ধরা পড়ে। নবমীর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা।
গতকাল রাত রাত ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।


একদিকে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। তার মধ্যে ডোনা গঙ্গোপাধ্যায়ের চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *