আজ খবর ডেস্ক:
ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা! আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিম বঙ্গোপসাগরে (West Part of Bay of Bengal) চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এই মুহূর্তে আন্দামান সাগরে (Andaman Sea) ঘূর্ণাবর্ত রয়েছে। তা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শুধু মৌসম ভবনই (Mausam Bhawan) নয়, সাইক্লোনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরও। চলতি বছর দুর্গাপুজোতে বৃষ্টি হয়েছিল কলকাতা (Kolkata Weather Update) সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায়। আবার দিন কয়েক আগে সাইক্লোনের পূর্বাভাস দিয়েছিলেনকানাডার এক আবহাওয়াবিদ। যা ভুয়ো খবর (Fake News) বলে মন্তব্য করেছিল IMD।

মঙ্গলবার সাইক্লোন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর হাওয়া অফিস (RMCK)। বলা হয়েছে, অক্টোবর মাসের শেষ পর্বেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে সাইক্লোন। যদিও এর প্রভাব কোন কোন এলাকায় পড়বে, সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে (Arabian Sea) মহারাষ্ট্রের (Maharashtra) কাছেই সাইক্লোনিক হাওয়া বইবার ক্ষেত্র তৈরি হয়েছে৷

IMD-র মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) জানিয়েছেন, নিম্নচাপ ক্ষেত্রের সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু এর তীব্রতা আর গতিপথের বিষয়ে কোনও পূর্বানুমান করা যাচ্ছে না৷
তিনি আরও জানিয়েছেন, নিম্নচাপ ক্ষেত্র এবং তারপরের সাইক্লোনের বিষয়ে আরও তথ্য সামনে আসবে৷ ওড়িশা (Odisha Government) সরকার পূর্বাভাসের ভিত্তিতে জানিয়েছে, ২৩-২৫শে অক্টোবর সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হবে৷ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে৷

এদিকে বর্ষা পরবর্তী প্রথম ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ২০১৮ সালের পর এই প্রথম অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। ২০ অক্টোবর অর্থাৎ আগামিকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কোথায় কবে বৃষ্টি হবে, তা এখনও নির্দিষ্ট ভাবে জানায়নি হাওয়া অফিস।
উত্তর ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে৷ কিন্তু এখনও দক্ষিণ ভারত ও মধ্য ভারতে এর প্রভাব রয়েছে৷
কলকাতার ক্ষেত্রে আজকের ওয়েদার আপডেটে (Weather Update of Kolkata) অংশত মেঘলা আকাশ। বেলা বাড়লে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৭৬ শতাংশ, ফলে ফিল লাইক তাপমাত্রা (Feel Like Temperature) সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হতে পারে৷ (Courtesy- Accuweather)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই ধরণের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে৷ ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে।উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমেছে৷

IMD মঙ্গলবার জানিয়েছে, বঙ্গোপসাগরের খাঁড়িতে নিম্নচাপ ক্ষেত্র তৈরির সম্ভাবনা শুরু হয়েছে৷ চলতি সপ্তাহের শেষে তা সাইক্লোনে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরের খাঁড়িতে এই নিম্নচাপ ক্ষেত্রের কারণে ২২শে অক্টোবর সকাল নাগাদ সাইক্লোনিক স্টর্ম (Cyclonic Storm) পরিণত হওয়ার আশঙ্কা প্রবল৷
আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ঝাড়খণ্ড (Jharkhand) থেকে বিহার (Bihar) হয়ে ওড়িশা অবধি আবহাওয়ায় ব্যাপক রদবদল হতে পারে৷
অন্যদিকে এই পূর্বাভাসও বলা হচ্ছে ছত্তিশগড়, মহারাষ্ট্রস ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করতে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *