আজ খবর ডেস্ক- ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে থেমে গেল পিভি সিন্ধুর জয়ের রথ। গতকাল,২৯ অক্টোবর ৩৮ মিনিটে থাইল্যান্ডের অষ্টম বাছাই বুসানান ওমবামরুঙ্গফানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন সিন্ধু। তারপরই ছন্দ পতন, খানিকটা অপ্রত্যাশিতভাবেই সায়াকা তাকাহাশির বিরুদ্ধে পরাজিত হলেন এই ভারতীয় শাটলার।

টুর্নামেন্টের তিন রাউন্ডে সিন্ধু প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে জিতলেও পরবর্তী দুই রাউন্ডে ১৬-২১, ১২-২১ ব্যবধানে জাপানি শাটলারের বিরুদ্ধে টিকে থাকতে পড়লেন না সিন্ধু। এর আগে গত সপ্তাহে ডেনমার্ক ওপেনে ওমবামরুঙ্গফানকে পরাজিত করে ছিলেন তিনি। তারপর কোয়ার্টার ফাইনালে এবারও মুখোমুখি হন দু’জন। স্বাভাবিকভাবেই তাঁর বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করার আশা জাগিয়েছিলেন সিন্ধু। তবে ২৬ বছর বয়সী ভারতীয় শাটলারের সেমিফাইনালে বিশ্বক্রমতালিকায় ১৫ নম্বরে থাকা তাকাহাশির বিরুদ্ধে সেই স্বপ্নের পথে বেরি পড়ে গেল।

অন্যদিকে, সিন্ধু সেমিফাইনাল পর্যন্ত নিজের যাত্রা নিশ্চিত করতে পারলেও, পুরুষদের কোয়ার্টার ফাইনালেই লক্ষ্যভ্রষ্ট হন লক্ষ্য সেন। ৪৩ মিনিটের ম্যাচে লড়াই করেও ১৭-২১, ১৫-২১ ব্যবধানে স্ট্রেট গেমে পরাজিত হন তিনি। গত ম্যাচে সিঙ্গাপুরের লো কিন ইউকে ১৮-২১, ২১-১৮, ২১-১৭ ব্যবধানে হারানোর পরও কোরিয়ার হেও কোয়াংঘির বিরুদ্ধে জয়লাভ করতে ব্যার্থ হলেন ২০ বছর বয়সী উঠতি ভারতীয় শাটলারের।

সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারেননি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও মালেশিয়ান জুটি অ্যারন চিয়া এবং শ ওই য়িকের বিরুদ্ধে ২১-১৮, ১৮-২১, ১৭-২১ ব্যবধানে পরাজিত হন সাত্যিক-চিরাগ জুটি। সৌরভ বর্মা যদিও শুরুতেই পরাজিত হয়েছিলেন। ফলে সিন্ধুর হারের সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ওপেনে ভারতীয়দের জয়ের দৌড়ও শেষ হয়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *