আজ খবর ডেস্ক:
Gujarat Elections 2022 গত ২৭ বছর ধরে একটানা বিজেপির শাসন চলছে গুজরাটে (Gujarat)। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস (Congress) হাড্ডাহাড্ডি লড়াই দিলেও শেষ হাশি হেসেছিল বিজেপি (BJP)। এবার প্রধান বিরোধী কংগ্রেস নয়। বরং বলা যেতে পারে, বিজেপির সামনে এবার জোড়া চ্যালেঞ্জ – কংগ্রেস এবং আম আদমি পার্টি (AAP)।


এতে বিরোধী দলের ভোট ভাগাভাগি হয়ে বিজেপির লাভ হবে কি না, তা সময়ই বলবে। এমন আবহে বৃহস্পতিবার গুজরাটে প্রথম দফায় ৮৯ আসনে ভোট হল।
প্রথম দফায় মাত্র ৫৭ শতাংশের মত ভোট পড়ল গুজরাট বিধানসভা নির্বাচনে। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। দ্বিতীয় দফা ভোটের আগে প্রচার করতে এদিন আমেদাবাদে (Ahmedabad) রোড শো সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ হল আজ। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস- দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে। এবারে শাসক দল বিজেপির অন্যতম প্রতীদ্বন্দ্বী হয়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি। Gujarat Elections 2022

সৌজন্য: TOI


২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।
দক্ষিণ গুজরাট ও কচ্ছ-সৌরাষ্ট্রের ১৯টি জেলার ৮৯ আসনে ভোট হল প্রথম দফায়। এই ৮৯টি আসনের মধ্যেই রয়েছে মরবি (Morbi)। সম্প্রতি এখানেই নদীর ওপর সেতু ভেঙে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৫০ জন।

“গুজরাট নির্বাচনে জয়ী হতে চলেছে বিজেপি। রাজ্যের মানুষের প্রধানমন্ত্রী মোদির প্রতি অগাধ ভালবাসা রয়েছে। গুজরাটে উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিনের ভোটে ইতিবাচক ফলাফল হবে।” গুজরাট নির্বাচন নিয়ে এদিন এমনটাই বলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।


আজ জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বীতা করলেন বিজেপির রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তিনি। মরবিতে বিধায়ক তথা মন্ত্রীকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপির টিকিট পেয়েছেন জলে নেমে উদ্ধারকাজে হাত লাগানো প্রাক্তন বিজেপি বিধায়ক। আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদন গাধবি খাম্বালিয়া থেকে এবং আপের রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া লড়লেন কাটারগ্রাম থেকে।


দ্বিতীয় পর্যায়ের ভোট হবে আগামী ৫ই ডিসেম্বর। সব মিলিয়ে ১৮২ জন বিধায়কের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে এই বিধানসভা নির্বাচনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *