আজ খবর ডেস্ক:
SSC Scam ওএমআর শিটে (OMR Sheet) শূন্য! অর্থাৎ, ১ নম্বরও মেলেনি। কিন্তু দিব্যি স্কুলে চাকরি করছেন একাধিক ‘ভুয়ো শিক্ষাকর্মী’। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এমনটাই অভিযোগ করল সিবিআই (CBI)। যা শুনে বিচারপতি অবিলম্বে অভিযুক্তদের স্কুল থেকে বার করে দেওয়ার নির্দেশ দিলেন।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার শুনানি চলছিল। সেখানেই সিবিআইয়ের আইনজীবী জানান, মোট ১৬৯৮ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। তাঁরা উত্তরপত্রে কোনও নম্বরই পাননি। শূন্য পাওয়ার পরেও বেআইনি ভাবে তাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।

সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতির মন্তব্য, ‘‘চিৎকার করে করে বলুন। সবাই যাতে শুনতে পায় আসলে কী হয়েছে। সর্বনাশ! শূন্য পেয়ে চাকরি, সর্বনাশ!’’
তারপরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া নির্দেশ, বৃহস্পতিবার বিকেল ৩ টের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে জানাতে হবে এই ‘ভুয়ো’ শিক্ষাকর্মীরা কোন স্কুলে কর্মরত। তাঁদের বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে হবে পর্ষদকে। একই সঙ্গে বিচারপতি বসু বলেন, ‘‘ওই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের বলুন, এঁদের যেন আর স্কুলে ঢুকতে না দেওয়া হয়। না জানি এত দিনে স্কুলের কী হাল এঁরা করে রেখেছেন।’’ SSC Scam

বিচারপতি বিশ্বজিৎ বসু


সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের এতদিন ধরে পাওয়া বেতন ফেরতের আদেশ দিয়েছেন তিনি। রাজ্যের আইনজীবীকে (PP) বিচারপতি বলেন, ‘‘শিক্ষা দফতরকে হিসাব করতে বলুন, এঁদের এখনও পর্যন্ত কত টাকা বেতন দেওয়া হয়েছে। সব ফেরত নিতে হবে।’’

বিচারপতির এহেন মন্তব্যের পর পর্ষদের আইনজীবী এক দিন সময় চেয়েছেন। তিনি জানান, এত জনের বিস্তারিত তথ্য এই অল্প সময়ের মধ্যে জোগাড় করা সম্ভব নয়। কিন্তু তাঁর আবেদন গ্রাহ্য হয়নি। বিচারপতি জানান, ডিজিটাল যুগে এক ক্লিকেই সব তথ্য জোগাড় করা সম্ভব। বিকেল ৩টের মধ্যেই ‘ভুয়ো’ শিক্ষাকর্মীদের নাম, পরিচয়, স্কুলের যাবতীয় তথ্য আদালতে জমা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *