আজ খবর ডেস্ক:
Mamata Banerjee Poems রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে প্রথম থেকেই ‘সুসম্পর্ক’ নেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। বস্তুত, তাঁর নির্দেশেই মমতা সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদন্তে নামে সিবিআই (CBI), ইডি (ED)। একাধিক বার তাঁর মুখে রাজ্য সরকারের কড়া নিন্দা শোনা গিয়েছে। Mamata Banerjee Poems
এবার সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে (Library) রাখা কিছু বইয়ের মান নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর নিশানায় সরাসরি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ছড়ার বই।

বুধবার খিদিরপুরে (Khidderpore) মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়ে বিচারপতি বলেন, ‘‘কবিতার প্রথম লাইন “এপাং ওপাং ঝপাং / আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না।’’


এর আগে মমতার কবিতাঞ্জলি সহ একাধিক কাব্যগ্রন্থ এবং অন্যান্য বই নিয়ে সমালোচনায় সরব হয়েছিল বিরোধীরা। এমনকী, এই কবিতার লাইন উল্লেখ করেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুজন চক্রবর্তী’রা (Sujan Chakraborty)। এ বার একটি বেসরকারি অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একজন বিচারপতির এ হেন মন্তব্য ঘিরে রীতিমত চর্চা শুরু হয়েছে।

ওই অনুষ্ঠানে বিচারপতি আরও বলেন, ‘‘এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, তা পড়তে কোনও মনুষ্য সন্তান সেখানে যাবে না। এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এ ধরণের বই সরবরাহ হলে উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না।’’

এ দিন বিচারপতি বইয়ের লেখক হিসাবে কারও নাম না বললেও খোদ মুখ্যমন্ত্রীই তাঁর নিজের লেখা কবিতা প্রসঙ্গে এর আগে বলেছিলেন, ‘‘ভাল চিন্তা মানুষকে বিকশিত করে। এখন দেখি, এই লেখা নিয়ে কেউ কেউ বলেন।… তবে ভাবতে বলব। আপনি যখন বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, তখন আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে। মনটা হতে হবে বাচ্চার মত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *