আজ খবর ডেস্ক:
Union Budget 2023 বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বুধবার লোকসভায় শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
বাজেট কেমন হলো তা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে উত্তপ্ত লোকসভা, আলোচনায় বিরোধীরা। বাজেট বিশ্লেষণ করবেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক আমজনতার প্রত্যাশা কতটা পূরণ হল এই বাজেটে। Union Budget 2023

১) প্রত্যাশা মতোই ব্যক্তিগত আয়করে বড় ছাড় (Income Tax relief) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে ৫ টি বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সেগুলি হল—

  • যারা ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন তাদের কার্যত এখন কোনও কর দিতে হয় না। সেই ধাপ আরও ২ লক্ষ টাকা বাড়ানো হলো। অর্থাৎ ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কার্যত কোনও আয়কর দিতে হবে না।
  • বর্তমানে করের হারের ৬টি স্ল্যাব রয়েছে। এদিনের বাজেটে তা কমিয়ে ৫ টি করার প্রস্তাব এলো।
  • নতুন কর ব্যবস্থায় ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে করের হার হবে শূন্য শতাংশ (০ %)। ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ হারে। ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ হারে। ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ে আয়কর দিতে হবে ৩০ শতাংশ হারে।

২) বয়স্ক নাগরিকদের (৬০ ঊর্ধ্বে) জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী। বয়স্ক নাগরিকদের (Senior Citizen) সঞ্চয় প্রকল্পের দুটি স্কিমে আমানতের (Savings Scheme Deposit) পরিমাণ একলাফে দ্বিগুণ হয়েছে। ফলে ডাকঘর (Post Office) থেকে সুদ বাবদ আয়ের পরিমাণ অনেকটা বাড়বে প্রবীণ নাগরিকদের। এই স্কিম দুটি হল এক. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।
দুই. এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম। প্রথমটিতে বয়স্ক নাগরিকেরা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৫ লাখ টাকা রাখতে পারতেন। সেটা ৩০ লাখ টাকা করা হচ্ছে।
৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা।

৩) মহিলাদের জন্য নয়া সঞ্চয় প্রকল্প ঘোষণা হয়েছে। এটি মাত্র দু’বছরের জন্য। বিশেষ সঞ্চয় প্রকল্পের সুবাদে সরকার মহিলাদের আরও কাছে টানার চেষ্টা করল। কারণ, এই সূত্রে অনেক পরিবারও বাড়তি সঞ্চয়ের সুবিধার কল্যাণে সুদ বাবদ অতিরিক্ত আয় করতে পারবেন।

৪) রাজ্যগুলিকে ৫০ বছরের জন্য বিনা সুদে ঋণ আরও এক বছরের জন্যবাড়ানো হলো।
ভোটমুখী কর্নাটকে (Karnataka) সেচ ব্যবস্থার উন্নতিতে ৫,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা নির্মলার।

৫) একলব্য মডেল আবাসিক স্কুল: আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে।
৬) ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য।

৭) প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা।

৮) ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। তৈরি হবে ডেটাবেস। এতে কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন। নজর রাখবে সরকার।
কৃষকরা যে সমস্ত সমস্যার মুখোমুখি হন, তার জন্য কৃষক, শিল্প সংস্থা এবং সরকারের মধ্যে মেলবন্ধন থাকবে।

৯) পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। নির্মলার কথায়, ‘‘সাতটি বিশেষ লক্ষ্য এই বাজেটের। তাই এই বাজেটকে ‘সপ্তর্ষি’ হিসাবে দেখছি আমরা।’’

১০) হস্তশিল্পের (Handicrafts) জন্য নয়া প্রকল্প আনা হচ্ছে। নাম হবে ‘পিএম বিকাশ’। এই শিল্পসামগ্রীর বিক্রির ব্যবস্থা করবে সরকার। এর ফলে উপকৃত হবেন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষরা।

১১) শিশুশিক্ষায় জোর দিয়ে তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি (Digital Library)

১২) ওষুধ উৎপাদনে গবেষণায় জোর দেওয়া হবে।
ডিজিট্যাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

১৩) দেশ জুড়ে নতুন নার্সিং কলেজের ঘোষণা নির্মলার

১৪) দাম বাড়ছে :

  • দাম বাড়ছে সিগারেটের (Cigarette)।
    সিগারেটের ওপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
  • রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।
  • সোনার (Gold) ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে সোনার দামও।
  • রুপোর (Silver) দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।
  • বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম।
  • ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। ইমিটেশন গয়নার ওপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।
  • আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।

১৫) দাম কমছে:

  • ক্যামেরার লেন্সের দাম কমছে। লেন্সের ওপর প্রযুক্ত শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে বাজেটে।
  • শিশুদের দেশি খেলনার দাম কমবে। বাজেটে খেলনার উপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।
  • দেশি সাইকেলের দামও কমবে বাজেটের পর। দেশে তৈরি সাইকেলে কর কমিয়ে দেওয়া হয়েছে।
  • কমবে হিরের দামও। বাজেটে হিরের ওপর প্রযুক্ত শুল্কে ছাড় দেওয়া হয়েছে।
  • বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।
  • মোবাইলের যন্ত্রাংশের উপর প্রযুক্ত অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম।
  • টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কেও ছাড় দিয়েছে সরকার। ফলে টিভির দাম কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *