আজ খবর ডেস্ক:
Yuvashree Rally চাকরি না মিললেও ভাতা মিলছে। রাজ্য সরকারের প্রকল্প যুবশ্রী (Yuvashree)। যার অন্য নাম বেকার ভাতা।
এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে মাসে ভাতা দেয় সরকার। পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর (Labour Department) যুবশ্রী প্রকল্প চালায়। যুবশ্রী প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা প্রতি মাসে দেড় হাজার টাকা পান। Yuvashree Rally
কিন্তু ভাতার বদলে এবার উঠলো কাজের দাবি।
আজ যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের সংগঠন All Bengal Youth Welfare Association শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে যায়। অসংখ্য তরুণ তরুণী ভিড় করেছিলেন এই মিছিলে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৩ সালে পশ্চিমবঙ্গে এমপ্লমেণ্ট এক্সচেঞ্জ (Employnent Exchange) তুলে দিয়ে তৈরী করা হয় এমল্পয়মেণ্ট ব্যাঙ্ক (Employment Bank)।
পরিসংখ্যান বলছে, ওই সময় অর্থাৎ ২০১৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভূক্ত বেকারের সংখ্যা ছিল প্রায় ৪১ লক্ষ।
আন্দোলনকারী যুবক যুবতীদের একাংশ বলছেন, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে ১ লক্ষ ৫ হাজার যুব’কে যুবশ্রী প্রকল্পের উপভোক্তা হিসাবে মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া শুরু করেছিলেন।

ঘোষণা ছিলো, ১বছরে মধ্যে কোনও ট্রেনিং এর ব্যাবস্থা করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে।
কিন্তু সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, ১০ বছর পর ১৫০০ টাকা ভাতা দেওয়া হলেও তাঁদের কোনও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। আর ভাতা ও বাড়ানো হয়নি। কে কোন ধরণের কাজের জন্য পারদর্শী, সেই বিভাজনের কাজ পর্যন্ত শুরু হয়নি।
প্রতিবাদে এদিন বেন্টিঙ্ক স্ট্রিট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসে ডিরেক্টরের কাছে ডেপুটেশন জমা করেন তাঁরা।
মিছিলে বার বার প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনার কথা উঠে আসে।

মিছিলের স্লোগান ছিল

১) ভাতা নয়, কর্মসংস্থান চাই
২) যুবশ্রী প্রকল্পের সাথে বঞ্চনা কেন?
৩) মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কার্যকরী করতে হবে
৪) সরকারি সমস্ত শূন্য পদে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে হবে।
এই মিছিলে যুবশ্রী উপভোক্তারা ছাড়াও ছিলেন সিপিআইএম নেতা ইন্দ্রজিৎ ঘোষ ও বিকাশ ঝা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *