আজ খবর ডেস্ক:
Sania Mirza সম্প্রতি তাঁকে ঘিরে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। তাঁর ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বন্ধন রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুনিয়াজুড়ে।
গ্র্যান্ড স্ল্যাম থেকে আগেই অবসর নিয়েছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা (Sania Mirza)।
চলতি মাসেই দুবাই ওপেন (Dubai Open) খেলে টেনিস (Tennis) থেকে অবসর নেবেন। তার পরে কি অবসরযাপন? প্রশ্ন অনুরাগীদের।


কিন্তু মাঠের খবর বলছে অন্য কথা। মাঠ বদল করছেন সানিয়া মির্জা। এবার এক টেনিস কোর্ট নয়, বরং বাইশ গজ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ক্রিকেট মাঠে দেখা মিলবে টেনিস সুন্দরীর।

সোমবারের নিলামে দারুণ দল তৈরি করেছে বেঙ্গালুরু (RCB)। স্মৃতি মন্ধানাকে সবচেয়ে বেশি দামে কিনেছে তারা। এ ছাড়া এলিসে পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, রিচা ঘোষ, ডেন ফান নিয়েকার্কের মত ক্রিকেটারকে নিয়েছে তারা। আর সেখানেই এবার নাম লেখালেন সানিয়া।


জানা গিয়েছে, প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়েছিলেন। তবে এখন বেশ উত্তেজিত। একাধিক সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন, “আমি ছোট মেয়েদের বোঝাতে চাই যে, খেলাধুলাকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। আগামী প্রজন্মকে নিজেদের ওপর বিশ্বাস করতে শেখাব এবং বলব— সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করা যায়।”
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি)। মহিলা দলের ক্রিকেট পরামর্শদাতা হিসাবে কাজ করবেন তিনি।

ছোট মেয়েরা খেলাধুলোয় এসে কী ভাবে চাপ সামলাতে শিখবেন, সেই শিক্ষাও দিতে চান সানিয়া। তাঁর কথায়, “ছোট মেয়েদের সঙ্গে সবার আগে মানসিক ব্যাপারে কথা বলতে চাই। দীর্ঘ ২০ বছর টেনিস খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি।

আশা করি তাই দিয়ে ওদের মানসিক ভাবে চাঙ্গা করতে এবং আত্মবিশ্বাস তৈরি করতে পারব। একা মেয়ে হিসাবে এত দিন ধরে সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলতে গিয়ে একাকীত্ব তৈরি হয়েছে। তার থেকেও বেশি ছিল প্রত্যাশার চাপ। সেই ব্যাপারগুলো কী ভাবে সামলাতে হয় সেটা শেখাতে চাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *