আজ খবর ডেস্ক:
East Bengal Sports Library শনিবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) ভারতের প্রথম ক্রীড়া গ্রন্থাগারের (Sports Library) উদ্বোধন হল। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রখ্যাত সাহিত্যিক তিলোত্তমা মজুমদার।

গ্রন্থাগার উদ্বোধনে এসে ক্রীড়ামন্ত্রীর আর্জি, লাল হলুদের লাইব্রেরিতে যেন শুধুই দেশ-বিদেশের খেলা সংক্রান্ত বিভিন্ন বই রাখা হয়। এদিন ইস্টবেঙ্গল দলের ফুটবল (Football) ব্যর্থতা নিয়ে হতাশার কথাও বলেন অরূপ।


বাঙালির ফুটবলে চিরকালীন ঐতিহ্য রয়েছে ইস্টবেঙ্গলের। সেই গৌরব ফিরিয়ে আনার আর্জিও জানান অরূপ বিশ্বাস। বলেন, “লাইব্রেরি করা খুবই ভাল উদ্যোগ। কর্তাদের অভিনন্দন। তবে ইস্টবেঙ্গলের সমস্যা দেখতে ভাল লাগছে না। আমার বিশ্বাস, ক্লাব ঘুরে দাঁড়াবে। ইস্টবেঙ্গলকে আবার আগের জায়গায় নিয়ে যেতে কর্তারা ব্যবস্থা নিক।”

প্রসঙ্গত, সারদা কাণ্ডের পর থেকেই ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে (নীতু) নিয়ে টানাপোড়েন চলছে। আপাতত জামিনে মুক্ত নীতু সরকার এদিন বলেন, শীঘ্রই ক্লাব ঘুরে দাঁড়াবে। তবে একটু সময় লাগতে পারে। নাম না করে মোহনবাগানকে (Mohun Bagan) খোঁচা মেরে বলেন, “কোনও কর্পোরেটের কাছে ইস্টবেঙ্গল মাথা নত করবে না।”

ক্লাবে চিঠি দিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বহু লাল হলুদ সমর্থক। সদস্যদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও এদিনের অনুষ্ঠানে জানান ক্লাব কর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *