আজ খবর ডেস্ক:
Holi Tips দোল (Holi/ Dol Jatra) আর কদিন পরেই! রঙের খেলায় গা ভাসতে দিন গুনছেন অনেকেই। সকাল থেকে বিকেল, লাল, নীল, সবুজ, হলুদ— এমন নানা রঙের প্রলেপে ঢাকা পড়বে চেহারা। কিন্তু রঙের খেলায় যে যত মাতবেন, ওই রং তোলার সময় তাঁকে তত বেশি ভুগতে হবে। ক্ষতিকর রাসায়নিক (Chemicals) মেশানো রঙের প্রভাবে চুল (Hair), ত্বক (Skin) এমনকী, চোখেরও মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু তাই বলে কি দোল খেলবেন না? Holi Tips
রঙের খেলায় মেতে ওঠার আগে তাই নিজেকে মুড়ে ফেলুন সুরক্ষার চাদরে। জেনে নিন দোলে রং খেলার আগে কী কী আগাম সতর্কতা জরুরি।

১) দোল খেলতে যাওয়ার আগে সারা গায়ে ভাল করে নারকেল তেল (Coconut Oil) মেখে নিন। এতে সরাসরি ত্বকের ওপর রং বসবে না ফলে, পরে রং তুলতে সুবিধা হবে।

২) রোদে দোল খেলবেন। তাই নারকেল তেল লাগানোর পর মুখে সানস্ক্রিন (Sunscreen Lotion) মাস্ট। সানস্ক্রিন যেন জেলবেসড, ওয়াটারপ্রুফ হয়। যাতে জল দিয়ে দোল খেললেও ধুয়ে না যায়।

৩) চুল ভাল করে শ্যাম্পু করে নিন। নোংরা থাকলে আরও বেশি রং বসে যাবে। তারপর পরিষ্কার চুলে ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন।
চুল রঙের হাত থেকে বাঁচাতে মাথায় স্কার্ফ বা ব্যান্ডানা পরে নিন। দোল খেলার রঙিন পরচুলাও পাওয়া যায়। ব্যবহার করতে পারেন।

৪) যদি আপনি লেন্স (Contact Lens) পরেন, তাহলে খেলার আগে খুলে নিন।

৫) দোল খেলতে গিয়ে দাঁতে রং লেগে গেলে তা পেটে গিয়ে পেট খারাপ হতে পারে। তাই ডেন্টাল ক্যাপ পরে নিন।

৬) নখ রঙের হাত থেকে বাঁচাতে ঘন করে গাঢ় রঙের নেল পলিশ লাগিয়ে নিন।

৭) যদি শরীরের কোনও অংশে কাটা, ছেঁড়া থাকে তাহলে দোল খেলার আগে ব্যান্ড এইড লাগিয়ে নিন।

৮) চোখ বাঁচাতে চশমা বা সানগ্লাস পরে নিন।
যদি খেলতে খেলতে চোখে রং চলে গিয়ে জ্বালা করে তাহলে সঙ্গে সঙ্গে চোখে বার বার ঠান্ডা জলের ঝাপটা দিন।

৯) চেষ্টা করুন হার্বাল রং ও আবির ব্যবহার করতে। যত কম রাসায়নিকযুক্ত রং ব্যবহার করবেন তত কম ক্ষতি হবে ত্বকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *