আজ খবর ডেস্ক:
অ্যাডেনোভাইরাস (Adenovirus) নিয়ে তুমুল বিক্ষোভ রাজ্য বিধানসভায়। কলকাতার দুই হাসপাতালে আবারও শিশুর মৃত্যু, গত ২ মাসে রাজ্যে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮। মূলত জ্বর-শ্বাসকষ্টে ভুগছে বাচ্চারা।


এদিন মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। রাজ্যে অ্যাডেনোভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারপক্ষের বিবৃতি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। আপনি সে দিন সদনে ছিলেন না।”

এরপরেই বিজেপি বিধায়করা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। অ্যাডেনোভাইরাস আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
অ্যাডেনোভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়েছে।


এদিকে, জ্বর-শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বুধবার রাতে ক্যালকাটা মেডিক্যাল কলেজ এবং বৃহস্পতিবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে দু’জন শিশু মারা যায়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কারণ জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত দু’মাসে শিশু মৃত্যুর (Child Death) সংখ্যা সরকারি ভাবে ৬৮।

চিকিৎসকেরা ইতিমধ্যেই বলেছেন, যে সমস্ত শিশু সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছে, তাদেরও আগামী এক বছর খুব সাবধানে রাখতে হবে। সংক্রমণে ওই শিশুদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু এ দিক-ও দিক হলেই আবার সংক্রমণের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাদের চিকিৎসককে দেখাতে হবে। এক্স-রে করে ফুসফুসের অবস্থা পরীক্ষা করতে হবে। এখনও যারা জ্বরে আক্রান্ত হচ্ছে, তাদের প্রথমেই অ্যান্টিবায়োটিক দিতে বারণ করছেন চিকিৎসকেরা। বরং রোগীকে প্রথমে প্যারাসিটামল দেওয়া এবং প্রচুর জল খাওয়ানোর কথা বলছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *