আজ খবর ডেস্ক- গতকাল থেকেই খবরের শিরোনামে রয়েছেন রাজীব ব্যানার্জি। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এই নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়ও হয়েছে বিস্তর। তবে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরে রাজীব ঘনিষ্ঠ এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল গত রবিবার রাতে। ঘটনাস্থল হাওড়ার লিলুয়া এলাকার, আনন্দনগর চকপাড়া।

ওই পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। বোমাবাজিও হয় তাঁর বাড়ির সামনে। মণিকা দে নামে ওই পঞ্চায়েত প্রধানের বাড়ি উদ্দেশ্য করে বোমাবাজির পর খবর দেওয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

ওই ঘটনার পর মণিকা দেবী জানান, কারা তাঁর উপর এই হামলা চালিয়েছে, সেই বিষয়ে তিনি জানেন না। তবে এটা পরিষ্কার, যে তিনি পঞ্চায়েত প্রধান থাকুন সেটা কিছু মানুষ চাইছেন না। তাঁরাই এই ঘটনা ঘটিয়েছেন।

এই ঘটনা চলার সময় তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ করেই আনুমানিক রাত ১১ টায় বোমাবাজির আওয়াজে এলাকা কেঁপে ওঠে। তিনি ভয় পেয়ে তাঁর বাড়ির সব দরজা এবং জানলা বন্ধ করে দেন। কিন্তু তারপরেই তাঁর বাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি এবং বোমাবাজি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।

কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাওয়ায় মণিকা দেবী বলেন, দুষ্কৃতীরা সবাই মুখে কালো কাপড় বেঁধে এসেছিল, তাই তাদের চিহ্নিত করা যায়নি। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *