আজ খবর ডেস্ক-দীর্ঘদিনের অপেক্ষার পর ফের একবার শুরু হতে চলেছে রাজ্যের বইমেলা এবং চলচ্চিত্র উৎসব। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হল দিনক্ষণ। চলচ্চিত্র উৎসব শুরু হবে ৭ই জানুয়ারি এবং বইমেলা শুরু হবে জানুয়ারি মাসের ৩১ তারিখ।

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বইমেলা। গতবছর অতিমারির কারণে আয়োজন করা যায়নি বইমেলার। ফলে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে পাঠক থেকে শুরু করে প্রকাশনা ব্যবস্থাগুলি। আসন্ন জানুয়ারি মাসে বইমেলাতে ফের একবার বাণিজ্যের দিক থেকেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী তাঁরা। সোমবারই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কথা। এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে এই বানিজ্য মেলা। এরপর ঘোষণা হয়, জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে আট দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। এ ছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হবে কলকাতার বুকে।

গতবার অর্থাৎ ২০১৯ সালে বইমেলার থিম ছিল গুয়াতেমালা। এবার বইমেলার থিম হতে চলেছে বাংলাদেশ। গতবারও বইমেলার থিম ছিল বাংলাদেশ, কিন্তু অতিমারির কারণে বন্ধ রাখা হয় বইমেলার আয়োজন। তাই এবার সেই থিমকে ধরে রাখা হল ২০২২ সালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *