প্রতীকী ছবি

আজ খবর ডেস্ক- চারটি মুসলমান পরিবার হিন্দু ধর্মে রূপান্তর করলেন নিজেদের। বর্তমানে এ ধরনের ঘটনা কার্যত বিরল কিন্তু সেই বিরল ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বঘরা অঞ্চল। নাম পাল্টালেন সেই পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই বিনোলি এলাকায় দিনমজুরের কাজ করেন।

দানিস হলেন দীনেশ, জরিনা নিজের নাম পালটে রাখলেন মিথিলেশ। ওই চার পরিবারের সদস্যরা ধর্মান্তর করলেন, তবে উল্লেখ করলেন পুরনো ঘটনার কোথাও। তাঁরা মনে করিয়ে দিলেন ১৮ বছর আগে তাঁদের জোর করে ধর্ম পাল্টাতে হয়েছিল। এবার সেই প্রতিবাদেই কার্যত এই চার পরিবারের ১৫ জন সদস্য ফের হিন্দু হিসেবে স্বীকৃতি নিয়ে ফিরে এলেন সমাজে।

প্রতীকী ছবি

বঘরার যশবীরাশ্রমের পরিচালক ও প্রতিষ্ঠাতা যশবীরজি মহারাজ জানান, ওই চার পরিবারের সদস্য, তাঁরা নিজেরাই আশ্রমে এসে পুরনো ঘটনার কথা উল্লেখ করেন তাঁদের সামনে। একবার ফের আর্জি জানান হিন্দু ধর্মে ফিরে আসার জন্য। সেইমতো শুরু হয় যোগ্য, গায়ত্রী মন্ত্র পাঠ করেন সকলে। পাশাপাশি পরিচালক এও জানান, তাঁরা স্বেচ্ছায় নিজের ধর্ম পাল্টানোর আর্জি জানান।

আশ্রমের ব্যবস্থাপক আচার্য মৃগেন্দ্র জানান, ওই সদস্যরা আশ্রমে এসে আঠেরো বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। তাঁদের আশ্বস্ত করা হয়, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। নতুন করে নিজের ধর্মে ফিরতে পেরে স্বভাবতই খুশি হয়েছেন সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *