আজ খবর ডেস্ক- অতিমারির সময়ে হাসপাতালে হাহাকার অবস্থা, একের পর এক রোগী মৃত্যু, ক্রমাগত বাড়ছে শিশু ভর্তি। হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট, মৃত্যু হচ্ছে শিশুরও। এই অবস্থা দেখে চুপ করে থাকতে পারেননি চিকিৎসক কাফিল খান। নিজেই ব্যবস্থা করেছেন অক্সিজেন সিলিন্ডারের, কিনেছেন নিজের টাকা দিয়েই। যার জন্যে প্রাণ বেঁচে গেছে অসংখ্য শিশুর। ঘটনাস্থল উত্তর প্রদেশ।

হয়তো এই উদ্যোগে পুরস্কৃত হবেন এই চিকিৎসক বলে ভেবেছিলেন অনেকে। তবে এমনটা ঘটেনি, উল্টে কপালে জুটেছে ভৎসনা। এখানেই শেষ নয়, বহিষ্কৃত হয়েছেন কর্মস্থল থেকেও। যোগী সরকারের এই আচরণ নিয়ে নিন্দায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, মানবিকতার পুরস্কার হিসেবে যে ভাবে তাঁর সঙ্গে এই আচরণ করা হয়েছে, তা যা অত্যন্ত নিন্দনীয়।

উত্তরপ্রদেশের এই ঘটনাকে সামনে রেখে টুইট করে নিন্দায় সরব হয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, যোগী আদিত্যনাথের সরকার ফের একবার এই ধরনের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক চরিত্র ফুটিয়ে তুলেছেন সর্বসাধারণের সামনে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই কাফিল খান নামের ওই চিকিৎসকের পাশে দাঁড়িয়েছেন এই কংগ্রেস নেতা। বাহবা দিয়েছেন তাঁর কাজের। অন্যদিকে বিজেপি সরকার সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক দল এবং ধর্মনিরপেক্ষতাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যই এই কাজ করেছেন বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *