ছবি সৌজন্যে : এ.এন.আই টুইটার

আজ খবর ডেস্ক : উত্তরপ্রদেশের সড়কে আচমকাই নামল তিনটি যুদ্ধবিমান ! আর সেই ভিডিও ভাইরাল হতেই চমকে গেল সাধারণমানুষ। তবে কি কোন যুদ্ধের প্রস্তুতি? যোগী আদিত্যনাথের রাজ্যে পূর্বাঞ্চল এক্সপ্রেস রুটে আজ এমনই ছবি ধরা পড়েছে। তবে কোনওরকম যুদ্ধ-বিগ্রহ নয়, নিছকই একটি অনুষ্ঠানের মহড়া।

ছবি সৌজন্যে : এ.এন.আই টুইটার

আসলে আগামী মঙ্গলবার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের নতুন জাতীয় সড়ক উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের সুলতানপুরে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই তার আগে জাতীয় সড়কে ট্রায়াল দিতে নামে সুখোই-৩০ ও মিরাজ – ২০০০ নামের যুদ্ধবিমান দুটি।উত্তরপ্রদেশের ওই জাতীয় সড়কটি সরাসরি লক্ষ্ণৌ কে জুড়েছে। যার দৈর্ঘ্য ৩৪০.৮ কিলোমিটার। বড়া বাকি সুলতানপুর , আমেঠি, অযোধ্যা , আজমগড়, মৌ ও গাজীপুর জেলার উপর দিয়ে গিয়েছে সড়কটি। এই জাতীয় সড়কটি তৈরি হওয়ায় এবার থেকে অল্প সময়েই রাজ্যের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া সম্ভব হবে। তাতে কমবে দুর্ঘটনার ঝুঁকিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *