আজ খবর ডেস্ক: Water Logged Purba Bardhaman: রাজ্যে একটানা বৃষ্টি লেগেই আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত জলমগ্ন। এবার তার মধ্যেই বিপত্তি বাড়ল পূর্ব বর্ধমান জেলায়। দামোদর ও অজয় নদীতে বেশ কিছু জায়গায় জল বইছে বিপদ সীমার ওপর দিয়ে। অজয় নদের বাঁধে ফাটল ধরে হু হু করে জল ঢুকতে আরম্ভ করেছে পার্শ্ববর্তী গ্রামগুলোয়। সেই ফাটল জলের তোড়ে আরও বড় আকার ধারণ করতেই জলের পরিমাণ বেড়ে উঠেছে। আউসগ্রামের কাছে সাঁতল ধুকুর গ্রামের কাছে অজয় নদের বাঁধে ফাটল ধরায় জল ঢুকছে এলাকায়।


পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, ভাতার, আউসগ্রাম এলাকার বিভিন্ন ব্লকে জল ঢুকছে হু হু করে। চোখের সামনে ভেসে যাচ্ছে ঘর, বাড়ি, গবাদি পশুও। মানুষের সামান্য সঞ্চয়টুকুও থাকবে না বলেই মনে করছেন এলাকাবাসী। কোনও রকমে প্রাণের ঝুঁকি নিয়েই উঁচু এলাকার দিকে ছুটে যাচ্ছেন তাঁরা।
তড়িঘড়ি প্রশাসনের তরফে শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। গ্রাম ছেড়ে পালাতে আরম্ভ করেছেন গ্রামবাসীরা। অজয় ও দামোদর নদীর সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে যাওয়ার জন্যেও বলা হচ্ছে প্রশাসনের তরফে। পাশাপাশি কাঁচা মাটির বাড়ি থেকে বসবাসকারীদের উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *