আজ খবর ডেস্ক:

একনাগাড়ে বেড়েই চলেছে জ্বালানীর দাম, এর জেরে দেশ জুড়ে দীর্ঘ প্রতিবাদও দেখা গিয়েছে। তবে পুজোর ঠিক আগেই ফের নাভিশ্বাস ওঠার অবস্থা মধ্যবিত্তের। ফের দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের।
এদিন এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এদিন কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো ১ হাজার ৮০৫ টাকা পঞ্চাশ পয়সা। অন্যদিকে ১৪.২ কেজির গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯১১ টাকা। পুজোর আগে এভাবে মূল্যবৃদ্ধি অনেকটাই চাপে ফেলবে সাধারণকে, এমনটাই মনে করছেন অনেকে।


সঙ্গে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও, ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় দাম ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ১ হাজার ৭৭০ টাকা ৫৯ পয়সা।
১লা অক্টবার বিগত তিন বছরের জ্বালানীর দামকে টেক্কা দিয়েছে। একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বাড়ছে অন্যদিকে নাগারে কমছে সরকারি ভর্তুকি। মানুষের চাকরি নেই, অন্যদিকে করোনা পরিস্থিতিতে রোজগার তলানিতে। এসব কিছু মিলিয়ে চোখে অন্ধকার দেখছেন মধ্যবিত্ত।


রান্নার গ্যাসেই শেষ নয় বরং পেট্রোল এবং ডিসেলের দামেও চার ছক্কা হাঁকাচ্ছে জ্বালানি। এদিন কলকাতায় পেট্রোলের দাম ১০২ টাকা ৪৭ পয়সা এবং ডিসেলের দাম ৯৩ টাকা ২৭ পয়সা। আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিসেলের দাম নির্ধারণ করে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি।
তবে স্বাভাবিক ভাবেই এহেন মূল্যবৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণের। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম তেমন কিছু না, তবে সাধারণ মানুষ আর পুরনো পন্থায় ফিরে যেতে পারবেন না তাই একপ্রকার বাধ্য হয়েই হেঁসেলে আগুন ধরাতে হচ্ছে তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *