আজ খবর ডেস্ক- আইসিএলের শুরুতেই দুরন্ত জয় এটিকে মোহনবাগানের ! কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪-২ গোলে জয় হাসিল করল অ্যান্টনিও হাবাসের দল। জোড়া গোল করলেন হুগো বৌমাস, পেনাল্টিতে একটি গোল করলেন রয় কৃষ্ণা ও অন্য গোলটি করেন লিস্টন কোলাসো।

গত মরশুমেও ১৫ টি ম্যাচের মধ্যে ১২ টিতে অপরাজেয় ছিল হাবাসের দল। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স এই স্টেডিয়ামের ৪ টে ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি।

গতবার ফাইনালে পৌঁছেও জয় অধরা থেকে গিয়েছিল এটিকে মোহনবাগানের। ফাইনালে মুম্বাই সিটির কাছে হেরে গিয়েছিল সবুজ মেরুন বাহিনী। উইলিয়ামস এর চমকপ্রদ গোলও জয়ের মুখ দেখাতে পারেনি তাদের।

এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ময়দানে নেমে পড়েছে এটিকে মোহনবাগান। গতকালের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলা ছেলে উত্তরপাড়ার প্রীতম কোটাল।

যদিও ৯০ মিনিটের খেলায় মাঠে সম্পূর্ণ দল পরিচালনা করতে দেখা গিয়েছে হুগো বৌমাসকে। একপ্রকার দলের জীবনদায়ী অক্সিজেনের মত যেন মাঠে নেমেছিলেন তিনি। সারা মাঠ জুড়ে তাঁর রুদ্ধশ্বাস দৌড়, কখনও আক্রমনাত্মক, কখনও আবার মাঝ মাঠ থেকে রক্ষণ, একাধিক ভূমিকায় গতকাল মাঠে দেখা গেছে তাঁকে।

গতকালের ম্যাচে একরকম আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন ফরাসি সুপারস্টার হুগো। দলের ঝুলিতে আসা চারটি গোলের মধ্যে তিনটির ক্ষেত্রেই তাঁর অবদান ছিল। যদিও ফুটবল বিশেষজ্ঞদের মতে, ৫০ মিনিটের মাথায় কোলাসোর গোলটিকেই ম্যাচের সেরা বলে মনে করছেন তাঁরা। তিনি সূক্ষ্ম লেগ মুভমেন্টে ইনসুইং করিয়ে চমৎকারভাবে বলটিকে জালে জড়িয়ে দেন।

তবে প্রথম ম্যাচেই ডিফেন্সে তিরির অভাব বেশ লক্ষ্য করা যায়। কেরলের দুটি গোল অন্তত সেকথাই প্রমাণ করে। সবুজ মেরুন শিবির মাঝমাঠ ও আক্রমণে দক্ষতাসম্পন্ন দল হলেও, রক্ষণে ততটা পটু নয়। আগামী ম্যাচগুলোতে কোচকে অবশ্যই সেই বিষয়টির দিকে নজর দিতে হবে।

হাফটাইমের আগে ৩-১ গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। এরপর সময় যত এগিয়েছে খেলা ততই অনুকূলে এসেছে সবুজ মেরুন শিবিরের।
খেলার প্রথমের দিকে কিছুটা আরষ্টতা অনুভব হলেও, খেলার সময় বাড়তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় রয় কৃষ্ণাদের। শুরুতেই অবশ্য প্রথম গোলে দলকে এগিয়ে রেখেছিল বৌমাস। প্রথম গোলই খেলোয়াড়দের মধ্যে উদ্যম বাড়ায়। পুরো ম্যাচজুড়েই ঐদিন এটিকে মোহনবাগানকে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *