আজ খবর ডেস্ক : সামনে ত্রিপুরার পুরনিগম নির্বাচন। তাই তৃণমূলের ঘাঁটি শক্ত করতে একাধিক শীর্ষ নেতা কর্মীর যাতায়াত লেগেই রয়েছে ত্রিপুরায়। এবার সেখানেই বিজেপি বিরোধী প্রচারে কোনরকম খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার মাটিতে ঘাস ফুল ফোটাতে এবার নতুন উদ্যোগ নিল সবুজ শিবির। জনগণের ভরসা আদায় করতে ত্রিপুরার প্রচার কর্মসূচিতে যোগ করা হলো নতুন ট্যাগ লাইন। বলা হল, ” আচ্ছে দিনের আশায় ঠকেছেন? চিন্তা করবেন না পাশে আছে ত্রিপুরার তৃণমূল। “সেইসঙ্গে একরাশ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হল ত্রিপুরাবাসীকে।

কী সেই প্রতিশ্রুতি? আসুন জেনে নেওয়া যাক –

১) এবার থেকে আঞ্চলিক করের ওপর মিলবে ছাড়। পারিবারিক আয় ১০ লক্ষে টাকার কম হলে, সম্পত্তি করের ওপর মিলবে ২০% ছাড়। জলের কর সম্পূর্ণ মকুব করা হবে।

২) ত্রিপুরায় শুরু হবে “হ্যালো মেয়র” কর্মসূচি। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস, প্রতি ৫টি ওয়ার্ডে একটি করে নাগরিক সুবিধা কেন্দ্র স্থাপন করতে চলেছে। “হ্যালো মেয়র” প্রোগ্রামে ৯৫৩৭০ ৯৫৩৭০ ডায়াল করে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

৩) এছাড়া ত্রিপুরায় দীর্ঘদিনের জল, আলোর সমস্যা রয়েছে। খারাপ রাস্তায় চলাচলের অসুবিধে হয় সাধারণ মানুষের। সেই দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে আঁধার মুক্ত আগরতলা গড়ে তোলার আশ্বাস দিয়েছে তৃণমূল।

আগামী ২৫ শে নভেম্বর ত্রিপুরায় পুরনিগম ভোট। কিছুদিন আগেও ত্রিপুরায় গিয়ে আহত হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু তবুও বিজেপি শাসিত রাজ্যে কোনভাবেই থামছেনা তৃণমূলের সক্রিয় প্রচার। একমাত্র লক্ষ্য ত্রিপুরা জয় !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *