আজ খবর ডেস্ক : আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠলো সকালের শহর কলকাতা। ভোর ৫ টা বেজে ১৭ মিনিটে কম্পন অনুভূত হল শহরতলীতে। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ন্যাশানাল সিসমোলজি সেন্টারের তরফ থেকে জানান হয়েছে, ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ভারত মায়নমার সীমান্ত৷ কলকাতায় এই ভূমিকম্প স্থায়ী হয় মাত্র ৩ সেকেন্ড।

মাটির ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ফলত মণিপুর, মিজোরাম, অসম সহ ত্রিপুরাতেও ভালোরকম কম্পন অনুভূত হয়৷ মৃদু কম্পন অনুভূত হয় বাংলাদেশের চট্টগ্রাম শহরেও৷ মিজোরামের থিনজোল থেকে ৭৩ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র৷কলকাতায় ভূমিকম্প স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল। তবে রিপোর্ট অনুযায়ী, ভোর ৫ টা ৫৩ নাগাদ আফটার শকও হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *