আজ খবর ডেস্ক : গতকালই পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই ‘পরিবারতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ’ বলে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে সবুজ শিবির। তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক নেতা মন্ত্রীর ছেলে, মেয়ে, স্ত্রীদের টিকিট পেতে দেখা গিয়েছে বলেই সম্ভবত এই মন্তব্য করেন বিরোধীরা। তবে শুধুমাত্র নিজের দলই নয় , বামফ্রন্ট জামানার মন্ত্রীর মেয়েকেও প্রার্থী তালিকায় জায়গা দিয়েছে তৃণমূল।

এবছরের পুরভোটে কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটেই লড়তে দেখা যাবে প্রয়াত আরএসপি নেতা তথা বামফ্রন্ট আমলের দীর্ঘদিনের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে।তৃণমূল সরকারের আমলে প্রথম মহিলা কমিশনের চেয়ারপার্সন হয়েছিলেন ক্ষিতি গোস্বামীর স্ত্রী সুনন্দা গোস্বামী। এবার মেয়ে বসুন্ধরাকেও সবুজ শিবিরে শামিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রায় চার বছর আগে তৃণমূলে নাম লিখিয়েছিলেন বসুন্ধরা। তবে সম্প্রতি তাঁকে সামনের সারিতে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে তৃণমূল।

এর আগে প্রয়াত সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকেও তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় কলম ধরতে দেখা গিয়েছে। অনিল কন্যা তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা অজন্তাকে তার লেখার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা গিয়েছে। বিষয়টি যদিও ভালোভাবে নেয়নি আলিমুদ্দিন স্ট্রিট। তারপরই সিপিএমের তরফ থেকে শোকজ করা হয় তাঁকে। তারপরই অনিল বিশ্বাসের মেয়ের পাশে দাঁড়িয়ে জাগো বাংলা পত্রিকায় লেখনীর মাধ্যমে সিপিএমকে তুলোধোনা করতে দেখা গিয়েছিল বসুন্ধরাকে।তারপর তৃণমূলের ত্রিপুরা কর্মসূচির সময়, সবুজ শিবিরের হয়ে প্রচারে সামিল হতেও দেখা যায় প্রয়াত বাম নেতার মেয়েকে। এবার সেখান থেকে ফিরতেই তাঁর হতে সোজা পুরভোটের টিকিট ধরালো তৃণমূল !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *