আজ খবর ডেস্ক-

রচনা’স ক্রিয়েশন বুটিক খুলে নতুন অবতার নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী, সঞ্চালক রচনা বন্দোপাধ্যায়। ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা বন্দোপাধ্যায় আগেই তার অনুরাগীদের কাছে নতুন রূপে ধরা দেওয়ার কথা জানিয়েছিলেন। আর তার সেই নতুন রূপ হলো তার নিজের শাড়ির বুটিক রচনা’স ক্রিয়েশন।

সম্প্রতি ফেইসবুকে লাইভে এসে শাড়ি বিক্রি করা শুরু করেন রচনা বন্দোপাধ্যায়। লাইভে এসে প্রথমেই রচনা জানান, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায়  হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে আমি কেন শাড়ি বিক্রি করছি ? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন, অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে, সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্যবসা।

কিন্তু তিনি নিজেও হয়তো আশা করেননি যে লাইভে এসে এমন ভাবে দর্শকদের কটাক্ষের মুখে পড়বেন। লাইভের শুরু থেকেই কমেন্ট বক্সে কু – মন্তব্যের ঝড় উঠতে থাকে। অনেকে লেখেন তিনি যে শাড়িগুলো ১০০০ বিক্রি করছেন, গড়িয়াহাটে এই একই শাড়ি ৭০০ টাকায় পাওয়া যায়। অনেকে এমনও বলেন যে নিজের বুটিকের শাড়ি রচনা অন্য দোকান থেকে কিনে আনেন। কিছু মানুষ মনে করেন, অভিনয় জগতের মানুষেরা যদি এইভাবে অনলাইনে শাড়ি বিক্রি করতে শুরু করেন সেক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।

রচনার অনেক আগেই অনলাইনে শাড়ি বিক্রি শুরু করেছিলেন ‘রান্নাঘর’ শোয়ের সঞ্চালক সুদীপা। তিনিও ফেসবুকে পেজে লাইভে এসে শাড়ি বিক্রি করেন। এবার সুদীপার মতোই রচনাও শাড়ি বিক্রি শুরু করলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দুজনের ক্ষেত্রেই অতিরিক্ত দামে শাড়ি বিক্রি করার অভিযোগ এনেছেন নেটিজেনরা। তবে মোটের ওপর রচনা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন অবতার যে তার দর্শকেরা একেবারেই ভালোভাবে নেননি সে বিষয়টি একেবারে স্পষ্ট ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *