আজ খবর ডেস্ক : কালো আদা! হ্যাঁ ঠিকই শুনছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সীমানা ছাড়িয়ে বাজারে এসে গেছে এই আনাজটি। যার বিজ্ঞাসম্মত নাম কিম্পফেরিয়া পর্ভিফ্লোরা। জানা যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত তাইল্যান্ডে এই ভেষজ গুণ সম্পন্ন বিশেষ ধরনের আদার ব্যাপক ব্যবহার রয়েছে কয়েক শতাব্দী ধরেই।

কী কী গুণ রয়েছে এই কালো আদায়?

যৌনক্ষমতা বাড়ানোর ভেষজ হিসেবে এই কালো আদা তাইল্যান্ডে খুবই জনপ্রিয়। পুরুষদের যৌণ হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধি, বীর্যে শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি এমনকি শুধু পুরুষ নয়, নারীদেরও যৌণ মিলনের ইচ্ছা বৃদ্ধির জন্য এই কালো আদা এক প্রাকৃতিক টোটকা।

অন্যান্য গুণ কী গুণ রয়েছে?

বিশেষজ্ঞদের মতে এই আদার নির্যাসে রয়েছে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একাধিক উপাদান। তাই ত্বকের ক্ষত ও জ্বালা সৃষ্টিকারী রোগ সরিয়াসিস সারিয়ে তুলতে এই কালো আদা খুবই কার্যকর।

অ্যালার্জি প্রতিরোধ করে, রক্ত সঞ্চালন ভাল রাখে যার ফলে স্ট্রোকের আশঙ্কা কমে এছাড়া পেশীর কার্যক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এই কালো আদা। এই আদায় রয়েছে প্রচুর অ্যান্টি- অক্সিডেন্ট যা স্বাস্থ্যের সার্বিক উন্নতিতে কাজে আসে। তবে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *