আজ খবর ডেস্ক : বিগত কিছু মাস আগে মহারাষ্ট্রে একটি বাঁদরের ছানাকে মেরে ফেলে একদল কুকুর। তারপরেই জ্বলে ওঠে প্রতিশোধের আগুন! গোটা এলাকা জুড়ে চলছে বাঁদরের হিংস্রতা। কোনো কুকুরছানা দেখলেই মেরে ফেলছে নির্মমভাবে। বিগত এক মাসে অন্তত ২৫০ কুকুরছানাকে হত্যা করা হয়েছে। এই নিয়ে বেশ আতঙ্কেই রয়েছে মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার লাভুল গ্রাম।

চারিদিকে এখন বাঁদরদের উৎপাত, যেখানেই তারা কুকুরছানা দেখছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে মারার জন্য। নির্মমভাবে আছাড় মেরে হত্যা করা হচ্ছে তাদের, জানালেন গ্রামবাসীরা।

মজলগাঁওয়ের ওই লাভুল গ্রামে বসবাসকারীদের সংখ্যা প্রায় হাজার পাঁচেক। তাঁরা অনেকেই কুকুরছানাদের বাঁচানোর চেষ্টা করেছেন, তবে বাঁচানো তো দূর বরং তাঁরাই আহত হয়ে বিপদে পড়েছেন। শুধু কুকুরছানাই নয়, ছোট ছোট ছেলেমেয়েদের উপরেও হামলা চালাচ্ছে সুযোগ পেলেই। তাঁরা এই ঘটনা বন দফতরে জানান, এখনও পর্যন্ত বন দফতরের সদস্যরা কেউই একটিও বাঁদরকে ধরতে সক্ষম হয়নি। তবে গ্রামবাসীরা এই সমস্যার একটা সমাধান চাইছেন বন দফতরের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *