আজ খবর ডেস্ক : হঠাৎই নেমে গেল খ্যাতনামা শিল্পপতি গৌতম আদানির সম্পদের সূচক। তাঁকে ওভারটেক করে এগিয়ে গেল চিনের ধনকুবের জন শানশান। আন্তর্জাতিক তালিকায়ও একধাপ নীচে নেমে এলেন আদানি। জানা গিয়েছে, গৌতম আদানির সম্পদের পরিমাণ এক ধাক্কায় ১.৫৩ বিলিয়ন কমে গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স অনুসারে, গৌতম আদানির কাছে বর্তমানে ৭৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

অন্যদিকে ৭৭.৫ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে আদানিকে ছাপিয়ে গেলেন চিনের ধনকুবের। তাঁর এই মুহূর্তে মোট সম্পদের পরিমাণ ৭৭.৫ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে গোটা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১৩ তম স্থানে জায়গা করে নিয়েছেন। তাঁর প্যাকেজড জলের ব্যবসা রয়েছে। এদিকে মুকেশ আম্বানির এই মুহূর্তে সম্পদের পরিমাণ ৮৭.১ বিলিয়ন। তিনি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে পরিগণিত হন। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান দ্বাদশ।

সেই সঙ্গে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা ও উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজির সম্পদের পরিমাণ কিছুটা কম বেশি হয়েছে। জ্যাক মারের সম্পদের পরিমাণ ৩৮.৭ বিলিয়ন ডলার। ধনীদের তালিকায় তিনি ৩২ তম স্থানে রয়েছেন। আজিম প্রেমজির মোট সম্পদের পরিমাণ দাড়িয়ে রয়েছে ৩৮.৩ বিলিয়ন ডলারে। তিনি ধনীদের তালিকায় রয়েছেন ৩৩ তম স্থানে। তবে আচমকাই আদানির সম্পদের পরিমাণ বেশ কিছুটা কমে যাওয়ায়, দেশের বিভিন্ন মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *