আজ খবর ডেস্ক : আজকাল আমরা সকলেই উন্নত টেকনোলজিতে গা ভাসিয়েছি। আর দোকান থেকে জিনিস কেনা হোক বা কাউকে টাকা পাঠানো, সমস্ত ট্রানজাকসান আমরা ফোন পে, গুগল পে, পে-টিএম আরও নানান সব অ্যাপের মাধ্যমে করে থাকি। তবে এইসবের মধ্যেও আমাদের সাবধানতার জন্য কিছু কথা মাথায় রাখতে হবে।

১) UPI অ্যাড্রেস ভুল করেও কখনও কাউকে নিজের দেবেন না। ট্রানজাকশনের জন্য ফোন নম্বর, কিউআর কোড এবং ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস দেবেন।

২) যদি আপনি Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন, তাহলে কড়া পিন দিতে হবে। নিজের জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো বিষয় দেবেন না। যাতে অন্য কেউ সহজে আপনাদের অ্যাপ খুলতে না পারে।

৩) কোনও আনভেরিফায়েড বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। স্প্যাম কল এড়িয়ে যাবেন। কোনওরকম ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। কাউকেও ওটিপি দেবেন না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

৪) বিশেষজ্ঞরা একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেন। তাই একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার করবেন না।

৫) আপনি যে পেমেন্ট অ্যাপ ব্যবহার করছেন, তা নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *