আজ খবর ডেস্ক : প্লেসমেন্টে নজির গড়ল আইআইটি খড়গপুর । মাত্র ৭ দিনে চাকরির অফার লেটার পেলেন ১৬০০ জন পড়ুয়া। এইবার মোট ২৪৫ টি সংস্থা সেখানে এসেছিল পড়ুয়াদের প্লেসমেন্ট দেওয়ার জন্য। তবে শুধু তাই নয়, অধিকাংশ পড়ুয়াই পেয়েছে কোটি টাকার চাকরি !দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম হল আইআইটি খড়গপুর। প্রতিবছরই ভাল প্লেসমেন্ট হয় এই কলেজ থেকে। কিন্তু করোনা আবহেও যে এত জনের রেকর্ড কর্মসংস্থান, তাতে সত্যিই উচ্ছ্বসিত প্রত্যেকে।

সেখান থেকে এই বছর সর্বোচ্চ আড়াই কোটি টাকা সিটিসির চাকরি পেয়েছে পড়ুয়ারা। পাশাপাশি এসেছে আন্তর্জাতিক স্তরে চাকরির সুযোগও।আইআইটি খড়গপুরের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই বছর দুজন ছাত্র বছরে দু’কোটি টাকার বেতনের চাকরির পেয়েছেন। ২১ জনেরও বেশি ছাত্র বছরে ১ কোটি টাকা মাইনের চাকরি পেয়েছে। গত ১১ ই ডিসেম্বর সেখানে প্রথম দফায় প্লেসমেন্ট হয়। দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে।

প্রসঙ্গত, বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর। বিশ্ব তালিকায় নাম, ইউনিভার্সিটির পরিবেশ, ইঞ্জিনিয়ারিং-এর বিষয়, শিক্ষার মান, পড়ুয়া ও শিক্ষকদের মধ্যেকার সম্পর্ক, গবেষণার বিষয় ইত্যাদি নানান দিক বিচার করে নির্ধারিত করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলির মধ্যে রয়েছে – কেমিক্যাল, পেট্রোলিয়াম, সিভিল, মেকানিক্যাল ছাড়াও আইন, সাহিত্য ইত্যাদি নানান সাবজেক্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *