আজ খবর ডেস্ক : রণবীর সিংয়ের ‘৮৩’ সিনেমার জন্য কপিল দেব পেল ৫ কোটি টাকা। ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল মাত্র ২১০০ টাকা। দীর্ঘ ৩৮ বছর পর ‘কপিলস ডেভিলস’ পেল স্বীকৃতি। কপিলের পাশাপাশি গোটা দলকে সিনেমা নির্মাতারা তুলে দিল ১৫ কোটি টাকা।

‘৮৩’ হল ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়ের অভিযান নিয়ে তৈরি এই সিনেমা, যা মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সিনেমায় থাকবে সেই বিশ্বকাপে ভারতীয় দলের জয়, লর্ডসের ব্যালকনিতে কপিলের ট্রফি হাতে তুলে নেওয়ার মতন ঐতিহাসিক মুহূর্তগুলো। জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রশংসা পেয়েছে এই সিনেমা।

ক্যারিবিয়ানদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে জায়গা পেলেও ‘কপিলস ডেভিলস’ তাঁদের প্রাপ্য অর্থ পায়ননি এবং তা নিয়ে ওই দলের প্রত্যেকেই আক্ষেপ করেছেন একাধিক জায়গায়। তবে শেষমেশ তাঁদের আক্ষেপের অবসান ঘটল।

সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফায় এই সিনেমার স্ক্রিনিং হয়। রণবীর-দীপিকা সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে তাঁদের ছবি দেখানোয় তাঁরা অত্যন্ত গর্বিত। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কার। তাঁরা প্রত্যেকেই নস্টালজিক হয়ে পড়েন এই ছবি দেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *