আজ খবর ডেস্ক : করোনা আতঙ্কে যখন গৃহবন্দী অধিকাংশ রাজ্যবাসী, তখন রাজ্য সরকারের অভিনব উদ্যোগে মিলছে খুশির ছোঁয়া। রাজ্য সরকারের উদ্যোগে করোনা রোগীদের বাড়ি পাঠান হচ্ছে রকমারি ফল ভর্তি ঝুড়ি।রংবেরংয়ের প্যাকেট দিয়ে মোড়া ফলের ঝুড়ি গুলির গায়ে ইংরেজিতে লেখা ” গেট ওয়েল সুন “। আবার কোনোটার গায়ে লেখা ” দ্রুত আরোগ্য কামনা করি “। আর এই বার্তার নীচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ।

জানা গিয়েছে, উত্তর কলকাতার মেছুয়া ফলপট্টি থেকে এই ধরনের প্রায় দুই থেকে আড়াই হাজার ফলের ডালি রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ।এই কাজের প্রধান দায়িত্বে রয়েছেন, তারিখ ইশার নামের এক ব্যক্তি। তিনি জানান, ১২ টা ফল দিয়ে সাজান হচ্ছে একটি ঝুড়ি। নাগপুরের মুসম্বি থেকে কাশ্মীরের আপেল, খেঁজুর, বেদনা , সব থাকছে এই ঝুড়িতে। ফল প্যাক করে প্রথমে কর্পোরেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকেই ফলভর্তি ঝুড়ি পৌঁছে যাচ্ছে করোনা রোগীদের বাড়িতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *