আজ খবর ডেস্ক- হাতের সামনে জল না থাকায় মহিলার মাথায় থুতু দিয়ে চুল কাটার ঘটনায়, বিতর্কে জড়ালেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে একটি ওয়ার্কশপ করছিলেন জাভেদ। সেখানে ওই পেশার সঙ্গে জড়িত বহু মানুষ উপস্থিত ছিলেন। কী ভাবে চুল কাটতে হয় তা দেখানোর জন্য মঞ্চে এক মহিলাকে ডেকে নেন জাবেদ।

পুজা গুপ্ত নামে ওই মহিলার দাবি করেন, “জাভেদ হাবিবের ওয়ার্কশপে হাজির ছিলাম। মঞ্চে আমাকে ডেকে নেন তিনি। জল ছাড়া কী ভাবে চুল কাটা সম্ভব তারই একটা নমুনা দেখাচ্ছিলেন তিনি। হাবিব তখন বলেন, কারও কাছে যদি জল না থাকে তা হলে থুতু দিয়েও চুল কাটা যায়। এর পরই আমার মাথায় থুতু ফেলেন তিনি।”

এই ভিডিও ভাইরাল হতেই জোর সমালোচনার মুখে পড়েন জাভেদ হাবিব। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে উত্তরপ্রদেশ পুলিশকে ভিডিওটির সত্যতা যাচাই করার দাবি জানান হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষনের মধ্যেই একটি ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন ওই মহিলা। সেখানে তিনি জানান – ” আমি রাস্তার ধারে কোন নাপিতের কাছে চুল কেটে নেব, কিন্তু জাভেদ হাবিবের পার্লারে কখনও যাব না “। প্রসঙ্গত জানিয়ে রাখি ওই মহিলা নিজেও একটি বিউটি পার্লারের মালিক।

এরপরই ঘটনা প্রসঙ্গে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন হাবিব। সেখানে তিনি বলেন, “সেমিনারে কিছু কথা বলেছি। হয়তো আমার কথায় কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। একটা কথাই বলতে চাই, এগুলি পেশাদারি ওয়ার্কশপ। এখানে এই পেশার সঙ্গে জড়িত মানুষরাই আসেন। এক একটি ওয়ার্কশপ দীর্ঘ সময় ধরে চলে। এই দীর্ঘ সময়ের মধ্যে একটু আধটু রসিকতাও চলে। কী আর বলব!”

এরপরই ক্ষমার চান তিনি। বলেন, “যদি কেউ সত্যিই আঘাত পেয়ে থাকেন, অন্তর থেকে তাঁদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে ক্ষমা করে দিন। আমি দুঃখিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *