আজ খবর ডেস্ক- ফের অশান্ত মধ্য এশিয়ার এই দেশ। সোমবার দুপুর থেকে রীতিমত তোলপাড় কাজাখস্তান। সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্যাপক দাঙ্গা হাঙ্গামায় নিহত প্রায় ৩০০। আহত হাজার হাজার মানুষ।

নিরীহ গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করার অভিযোগ। পরিস্থিতি এমনই ভয়াবহ যে বুলেটের নিশানা থেকে বাদ যায়নি এক মাসের দুধের শিশুও।
নিহতদের মধ্যে অধিকাংশ শিশু, মহিলা ও বৃদ্ধ ।
এখনও উপদ্রুত এলাকায় ঢুকতে পারেনি একটিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এই প্রতিবেদন লেখা সময় খবর পাওয়া যাচ্ছে, রাষ্ট্রসঙ্ঘের সাহায্য চেয়ে আবেদন করেছে রেড ক্রস।
বিদ্রোহী গোষ্ঠীর হাতে নাকি এখনও বহু মানুষ পণবন্দী ।জন যাচ্ছে ইতিমধ্যেই, রাশিয়ার নেতৃত্বে কাজাখস্তানের পথে শান্তি রক্ষা বাহিনীর সেনা অভিযান শুরু হয়েছে।

আন্তর্জাতিক বাজারে পেট্রপণ্যের দাম বাড়ায় দেশের মধ্যে তেলের দাম বাড়াতে বাধ্য হয় কাজাখ সরকার। দেশ জুড়ে তুমুল প্রতিবাদ ও বিরোধিতার হাওয়ায় সে দেশের প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে। গত বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল। রবিবার থেকে তা চরম আকার নেয়।
ওয়াকিবহাল মহল মনে করছে, আফগানিস্তানের গৃহযুদ্ধের ছায়া যেন এবার কাজাখস্তানে! উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *