আজ খবর ডেস্ক- যখন দেশ লড়ছে করোনা সংক্রমণকে আটকাতে, তখন অন্যদিকে করণা মাতার মন্দির না ভাঙার আর্জি জানালেন এক মহিলা সুপ্রিম কোর্টে। ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপপুরের।

যদিও তাঁর এই আবেদন খারিজ করে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। ওই মহিলার দাবি করোনা দেবীকে তুষ্ট করলে তবে ওই প্রতাপগড় এবং তার আশপাশের অঞ্চলে করোনা থাবা বসাবে না। এরকমই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ।

দীপমালা শ্রীবাস্তব নামের ওই মহিলা তার স্বামীর সঙ্গে সুপ্রিম কোর্টে করণা মাতার মন্দির না ভাঙার জন্য আর্জি জানান। যদিও এই আট জিকে অহেতুক সময় নষ্ট বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। সঞ্জয় কিসান কৌল এর নেতৃত্বে ওই বেঞ্চ তাঁদের ভোৎসনা করে পাঁচ হাজার টাকার জরিমানা করেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়ার কথা উঠে আসছে অনেকের মুখেই। সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডে পাঁচ হাজার টাকা আগামী চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

ওই দম্পতি জানান, ৭ই জুন ২০২১ এ ওই মন্দির তৈরি করা হয় প্রতাপগড়ের শুক্লাপুর অঞ্চলে। এক নিম গাছের তলায় তৈরি করা হয়েছিল ওই মন্দির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *