আজ খবর ডেস্ক : যুগ বদলাচ্ছে, আজকাল বাচ্চারা অভিভাবকদের মোবাইল নিয়ে ভিভিও গেম খেলা বা ভিডিও দেখা ইত্যাদি করে থাকে। তাদের দিকে খেয়ালই রাখতে না পারায় এর কি মারাত্মক অঘটন ঘটতে পারে তা টের পেলো এক ব্যক্তি।

অস্ট্রেলিয়ার বাসিন্দা এক ব্যক্তির পাঁচ বছরের ছেলের কাণ্ড এটি। সে তার বাবার ফোন থেকে ১২০০ মার্কিন ডলারের আইসক্রিম আর কেক অর্ডার করে বসেছে। ভারতীয় অঙ্কে এই টাকার মূল্য ৬৪ হাজার ৯০০ টাকা। স্বাভাবিক ভাবেই খুদের বাবার মাথায় পড়েছে হাত।

সকলের নজরকে ফাঁকি দিয়ে সে ৬ বাক্স আইসক্রিম, ৫ বোতল দুধ, সাতটা পেল্লাই কেক এবং ১৪ জার দুগ্ধজাত পানীয় যার নাম ডালস ডে লিচে অর্ডার করে বসে। আর তার বিল সে মিটিয়েও দেয় অনলাইনে।

এদিকে তার বাবার কাছে আচমকাই ‘উবের ইটস’ -এর একটি মেসেজ আসে, আর সেই মেসেজেই তিনি জানতে পারেন তাঁর অর্ডার করা খাবার ডেলিভারি হয়ে গিয়েছে তাঁর অফিসে। শেষ পর্যন্ত ছুটির দিনে অফিসে গিয়ে সব খাবার নিয়ে আসতে হয় তাঁকে, তবে অধিকাংশ খাবারই অফিসে বিলিয়ে দেন।

ছেলের এমন কাণ্ড দেখে বাবার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *