আজ খবর ডেস্ক: বুধবার ভোর চারটে নাগাদ উত্তর কলকাতার ৯ নম্বর আহিরীটোলা লেনে একটি দোতালা বাড়ির একাংশ ভেঙে পড়ে। আচমকাই প্রচন্ড জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেতেই বাইরে বেরিয়ে আসে অনেকেই। দেখে বাড়িটির একাশ ভেঙে পড়েছে। ওই বাড়ির মধ্যে ছিল মোট ২ টি পরিবার। একটি পরিবার ভেঙে পড়া দেওয়ালে গর্ত তৈরি করে কোনও মতে বেরিয়ে আসে। কিন্তু অপর পরিবারের গৃহকর্ত্রী এবং শিশু আটকে পড়ে। ঘটনাস্থলে সকালেই বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী এবং পুলিশ পৌঁছে যায়। তারপর,  ধ্বংসস্তূপের তলা থেকে ঘটনার প্রায় আট ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয় ৩ বছরের শিশুর দেহ। চাদর পেঁচিয়ে বস্তায় করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় দেহ। হাসপাতালে নেওয়ার পর  চিকিৎসক মৃত্যুর খবর নিশ্চিত করেন।  পুলিশ সূত্রে খবর, বাহান্ন বছর বয়সি এক প্রৌঢ়াও চাপা পড়ে প্রাণ হারান। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা। উদ্ধার হওয়া বাকি দুজনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *