আজ খবর ডেস্ক- খুশির খবর শোনালো বিমান নিয়ন্ত্রক সংস্থাগুলো। এখন থেকে মুম্বাই এবং চেন্নাই থেকে সরাসরি সপ্তাহের সাত দিনই পাওয়া যাবে বিমান পরিষেবা। বাণিজ্য নগরী মুম্বাই থেকে অনেকেরই কলকাতা যাতায়াত করার প্রয়োজন হয় এবং অন্যদিকে চিকিৎসার জন্য যেতে হয় চেন্নাই, তাই দুই ক্ষেত্রেই সুবিধের মুখ দেখতে চলেছেন যাত্রীরা বলেই মনে করছেন একাংশ।

বিমানে উঠতে গেলে মানতে হবে কিছু বিধি। যেমন কোনও যাত্রী যদি টিকাকরণের দুটি ডোজ না নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যাত্রা করার ৭২ ঘন্টা আগে করাতে হবে আর টি পিসি আর টেস্ট। মুম্বাই এবং চেন্নাই এর পাশাপাশি, পুণে, নাগপুর এবং আমেদাবাদ থেকে আসতে গেলেও প্রয়োজন হবে টেস্টের রিপোর্টের।

বিমান সংস্থাগুলি সূত্রের খবর, অতিরিক্ত বারোটি বিমান চেন্নাই থেকে এবং অতিরিক্ত তেরোটি বিমান মুম্বাই থেকে চালানো হবে যাত্রী সুবিধার জন্য। পাশাপাশি, মঙ্গল বৃহস্পতি, শনি এবং রবিবার চালানো হবে এই অতিরিক্ত বিমানগুলোকে। বিমান সংস্থাগুলো মনে করছে, আসন্ন ডিসেম্বর মাসে দৈনিক বিমান চলাচলে ভারি মাত্রায় লাভের মুখ দেখতে চলেছে তারা। করোনা আবহে কেন্দ্রীয় সরকারের তরফে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তার পরে ফের একবার চালু হলেও যথাযথ ভাবে চলছিল না উপরোক্ত রুটগুলোতে।

মুম্বাই এবং চেন্নাই এর পাশাপাশি দিল্লির ক্ষেত্রে গত বছরের ডিসেম্বর মাসে বিধিনিষেধ শিথিল হলেও আমেদাবাদ, পুণে এবং নাগপুর শহর থেকে বিমান চলাচল বন্ধ ছিল। অনেক ক্ষেত্রে যাত্রীদেরকে অন্য শহরে পৌঁছে ফের কলকাতায় আসতে হত এবং উল্টো পথে সেভাবেই ফিরে যেতে হত। কিন্তু অতিরিক্ত পরিমাণে, এই পাঁচ শহর থেকে বিমান চলাচল সুবিধা করে দেবে যাত্রীদের ক্ষেত্রে বলেই মনে করছেন অনেকে।

বিমান সংস্থাগুলি র দাবি, ছাড়পত্র পাওয়ার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার যাত্রী সংখ্যা বেড়ে যাবে কলকাতা বিমানবন্দরে। অন্ডাল এবং বাগডোগরা বিমানবন্দরের ক্ষেত্রেও যাত্রী সংখ্যা বাড়বে বিমান পরিষেবা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বলেই দাবি বিমান সংস্থাগুলোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *