ছবি সংগৃহীত

আজ খবর ডেস্ক- অনেকটা যেন প্রবাদ বাক্যের মত, কোনও কিছুই যায় না ফেলা। একাধিক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও জিনিসের থেকে অন্য একটি বস্তু উৎপাদন করার কথা বলেন। প্রশাসনিক বৈঠকে গিয়ে এমন একটি অভিনব ভাবনা চিন্তার কথা তুলে ধরলেন সকলের সামনে।

আশ্বিন মাসে গ্রাম গঞ্জের চারদিকে ভরে ওঠে কাশফুল। সেই কাশফুল অপচয় না করে তা দিয়ে বালিশ, তোষকের মতন বস্তু বানানোর কথা বলেন তিনি। হাওড়া জেলার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদেরকে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি এই অভিনব ভাবনা তুলে ধরেন সকলের সামনে।

ওই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক মাসের জন্য কাশফুল দেখা যায়। সেগুলিকে অপচয় না করে তা দিয়ে যদি বালিশ, বালাপোষ তৈরি করা যায়, তাহলে উপকারী হবে। কাশফুল এমনিতে খুবই নরম তাই মুখ্যমন্ত্রী বলেন যে এর মধ্যে অন্য কোনও “কেমিক্যাল মিশিয়ে” যদি এটিকে কোনও কাজে লাগানো যায়, তবে খুবই ভালো হবে। এই ব্যাপারে গবেষণা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *