আজ খবর ডেস্ক:
Google CBI শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) কাণ্ডে গত প্রায় এক বছর ধরেই উত্তপ্ত বাংলা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী এখন ও কারাবাসে।
এই অবস্থায় তদন্তে গুরুত্বপূর্ণ মোড়। নয়া পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI)। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি তদন্তে এবার গুগলকে (Google) চিঠি পাঠাল সিবিআই। Google CBI

আগেই জানা গিয়েছিল ওএমআর শিট (OMR Sheet), যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সহ নানান বিষয়ে শিক্ষা দপ্তরের বিভিন্ন ওয়েবসাইট তন্ন তন্ন করে খুঁজে দেখছে সিবিআই।
সিবিআই সূত্রে জানা গেছে, দু’টি ওয়েবসাইট সম্পর্কে জানতে চেয়ে গুগলকে চিঠি দেওয়া হয়েছে।
অর্থাৎ গুগলের সাহায্যেই ওই ওয়েবসাইটে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। জানা গেছে, তাছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট সম্পর্কেও জানতে চেয়েছে সিবিআই।

সূত্রের খবর, তদন্তে পর্ষদের একটি নকল ওয়েবসাইটের সন্ধান পেয়েছে সিবিআই। জানা গেছে, যাঁরা টাকা দিত চাকরির জন্য তাঁদের নাম ওই ‘ভুয়ো’ ওয়েবসাইটে তুলে দেওয়া হত। তারপর সেটা দেখিয়েই চাকরিপ্রার্থীদের থেকে আরও টাকা নেওয়া হত।
এর আগেও আদালতে সিবিআই দাবি করেছিল, এই মামলায় ধৃত কুন্তল ঘোষ পর্ষদের ভুয়ো ওয়েবসাইট তৈরির ব্যাপারে জড়িত ছিলেন।
সিবিআইয়ের দাবি, টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রতি দিতেন কুন্তল! পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীর থেকে টাকা তুলত কুন্তল। তাদের আরও দাবি যাঁরা ফেল করত, নকল ওয়েবসাইটে তাঁকে ‘পাশ’ দেখানো হত। এমনকী সেই রেজাল্টের প্রিন্টআউটও দেওয়া হত।

তারপর দু’দিন পর ওয়েবসাইট থেকে সেই নাম উধাও হয়ে যেত। সিবিআই সূত্রে খবর, পর্ষদের আসল ওয়েবসাইটে ডট ইন রয়েছে, কিন্তু ভুয়ো ওয়েবসাইটে সেটাই ডট কম।
বস্তুত রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম আন্তর্জাতিক সংস্থা google কে তদন্তের আওতায় আনা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *