আজ খবর ডেস্ক:
KMC কাজ করেও মিলছে না মাইনে। লাগাতার তিন মাস একই ছবি। কর্মচারী বিক্ষোভ উত্তাল কলকাতা পুরসভা (KMC)।
উদ্যান বিভাগের চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন এবং ঠিকাদার সংস্থাকে বাতিলের দাবিতে উদ্যান বিভাগের ডিজি-র ঘরের সামনে বিক্ষোভ সামিল হন তাঁরা। KMC

কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মালিরা চুক্তিভিত্তিক নিয়োগ হন। ঠিকাদার সংস্থার মাধ্যমে পিএফ, ইএসআই কেটে মাসে বেতন মেলে ৮ হাজার থেকে ৮৫০০ টাকা। অভিযোগ, জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ।
বকেয়া বেতনের পাশাপাশি নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ মিছিলের পর অবস্থান হয় বুধবার।
বিক্ষুব্ধ কর্মীরা এরপর দেখা করলেন উদ্যান বিভাগের ডিজি কমল সরকারের সঙ্গে। এদিন দুপুরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে পার্সোনেল বিভাগের সামনে থেকে মালিরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বকেয়া বেতন মেটানোর দাবিতে স্লোগান দেন। পিএফ এবং ইএসআই বাবদ টাকা নির্দিষ্ট সময় জমা দেওয়ার দাবি করেন।

বিক্ষোভকারীদের তরফে দুই প্রতিনিধি যান ডিজির সঙ্গে দেখা করতে। বেরিয়ে তাঁরা জানান, সমস্যা নিয়ে কথা হয়েছে। ডিজি বিষয়টি পুর কমিশনার বিনোদ কুমার ও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমারকে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।


কলকাতা পুরসভা সূত্রে খবর, যে সংস্থার বিরুদ্ধ অভিযোগ, একটি আইনি জটিলতায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদালতের নির্দেশে বন্ধ। তাই বেতনে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি অল্প করে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *