আজ খবর ডেস্ক:
IIT JAM 2023 দারুণ সাফল্যের নজির গড়লেন নৈহাটির ছেলে রূপাঞ্জন মুখার্জি। আইআইটি গুয়াহাটির অধীনে জয়েন্ট এডমিশন টেস্ট অফ মাস্টার ডিগ্রি (Joint Admission Test for Masters, JAM) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে ৫৯ নম্বর পেয়ে ভারতে প্রথম (first) হলেন বাংলার ছেলে রূপাঞ্জন (Rupanjan Mukherjee)।
মোট ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র। IIT JAM 2023

ফলপ্রকাশের পর থেকেই বাড়িতে সংবাদ মাধ্যমের ভিড়। রূপাঞ্জন জানালেন, “ভাল ফলাফল করব ভেবেছিলাম। কিন্তু, প্রথম হব ভাবতে পারিনি।” পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়ার থেকে দূরত্ব বজায় রেখেই চলেছেন এতদিন। তবে দিনভর নয়, সারা দিনে তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করেই এই রেজাল্ট। ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়েই পড়াশোনা করতে চান এই মেধাবী ছাত্র।

নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষাল রোডের বাসিন্দা রূপাঞ্জন। বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় পেশায় শিক্ষক। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা জানিয়েছেন, “আমার ছেলে পড়াশোনায় অত্যন্ত ভাল।

২০২০ সালেও পশ্চিমবঙ্গে সপ্তম হয়েছিল। বাবা হিসেবে তো বটেই, রূপাঞ্জনের শিক্ষক হিসেবেও আজ আমার গর্বের দিন।”
আপাতত পছন্দের কোনও বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের অপেক্ষায় রূপাঞ্জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *